আমাদের সিলেট ডটকম :
বৃহস্পতিবার সকাল ১১টায় সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যাশনাল ই-সার্ভিস সিস্টেম (এনইএসএস) ফ্রন্ট ডেস্ক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি। এ সময় প্রশাসনিক কর্মকর্তা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপসি’ত ছিলেন।
উলেৱখ্য, ন্যাশনাল ই-সার্ভিস সিস্টেম বা এনইএসএস হল ই-ফাইলিং ও সরকার কর্তৃক প্রদানকৃত সকল সেবা সমূহ প্রদানের একটি ইলেকট্রনিক সিস্টেম। ন্যাশনাল ই-সার্ভিস সিস্টেম (এনইএসএস) এর যাত্রা ২০১০ সালে জেলা ই-সেবা কেন্দ্র হিসেবে। জেলা ই-সেবা কেন্দ্রে ব্যবহৃত সিস্টেম ওয়ান স্টপ কাউন্টার সার্ভিস(ওএসসিএস) এর বেশ কিছু সীমাবদ্ধতা থাকায় এর আপডেট প্রয়োজন হয়। পরবর্তীতে ডিজিটাল বাংলাদেশের রূপায়নের পথে বিশ্বমানের অফিস পদ্ধতি প্রণয়ন, জনগণের হাতের মুঠোয় সেবা পৌঁছানো এবং পেপারলেস অফিস প্রবর্তনের প্রত্যয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম কর্তৃক ডিজিটাল বাংলাদেশ রূপায়নের পথে বিশ্বমানের অফিস পদ্ধতি প্রণয়ন কর্তৃক এনইএসএস এর রূপায়ন করা হয়।
এই সিস্টেম বাস-বায়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রী পরিষদ বিভাগ হতে বিভাগীয় কমিশনারের কার্যালয় সমূহে একটি করে ফ্রন্ট ডেস্ক স্থাপনের নির্দেশনা দেওয়া হয়। সেই প্রেক্ষিতে বিভাগীয় কমিশনারের কার্যালয়,সিলেট এ ফ্রন্ট ডেস্ক স্থাপন করা হয়েছে। ফ্রন্ট ডেস্ক এ সম্পাদিত কার্যাবলী হচ্ছে, নাগরিক কর্তৃক দাখিলকৃত পত্রাদি গ্রহণ করা হবে, সকল প্রকার দাপ্তরিক পত্রাদি গ্রহণ করা হবে, প্রাপ্ত পত্রাদির প্রাপ্তি স্বীকার প্রদান করা হবে, প্রাপ্ত পত্রের ভিত্তিতে অফিস কর্তৃক গৃহীত কার্যক্রম সম্পর্কে অবহিত করা হবে এবং প্রাপ্ত পত্রাদি কার্যক্রম গ্রহণের নিমিত্ত ইলেকট্রনিক পদ্ধতিতে ন্যাশনাল ই-সার্ভিস সিস্টেম এ অন্তর্ভূক্ত করা হবে। ন্যাশনাল ই-সার্ভিস সিস্টেম (এনইএসএস) এর কার্যক্রম উদ্বোধনের পর অফিস কার্যক্রমে যেসব পরিবর্তন আসবে, সেগুলো হচ্ছে, অফিস বা ব্যক্তি তার চিঠির আবেদনের প্রাপ্তি স্বীকার মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে পাবেন। এসএমএস এর পাশাপাশি ফ্রন্ট ডেস্ক এ স্থাপিত পয়েন্ট অব সেল(পিওএস) প্রিন্টারের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে সৃজিত প্রাপ্তি স্বীকার এর প্রিন্ট কপি প্রদান করা হবে। এই প্রিন্ট কপিতে একটি গ্রহণ নম্বর থাকবে, আবেদন/চিঠি গ্রহণের তারিখ ও সময় থাকবে। গ্রহণ নম্বরটি ব্যবহার করে পত্র প্রেরক তার পত্রের ভিত্তিতে গৃহীত কার্যক্রম সম্পর্কে মোবাইল ফোনের এসএমএস এর মাধ্যমে জানতে পারবেন। এনইএসএস ব্যবহারের উপকারিতা সমূহ হচ্ছে, সরকারী অফিস সমূহে কাজের স্বচ্ছতা আসবে, অধিকতর জবাবদিহিতার ক্ষেত্র তৈরী হবে, দ্রুততার সাথে কার্যক্রম সম্পাদিত হবে, পরিবর্তনশীল ও উন্নত তথ্য যোগাযোগ প্রযুক্তির সাথে সরকারী অফিসগুলো সক্ষমতা অর্জন করবে।
‘‘ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের কাজ সম্পন্ন ডিসেম্বরে’’
এদিকে, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার ও শহীদ সামসুদ্দিন স্মৃতিসৌধ একই সীমানার মধ্যে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শনকালে অর্থমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, নতুন আঙ্গিকে তৈরি হওয়া সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার নিজেদের অর্জন। এটি সারা দেশের মধ্যে অন্যতম। পরে অর্থমন্ত্রী শহীদ মিনারের কাজের অগ্রগতির খোঁজখবর নেন এবং আগামী ডিসেম্বরের মধ্যেই শহীদ মিনারের কাজ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এর আগে সকাল ১১ টায় আবুল মাল আব্দুল মুহিত সিলেটের শাহী ঈদগাহ পরিদর্শন করেন।
সিলেটে ‘এনইএসএস’ চালু ॥ উদ্বোধন করলেন অর্থমন্ত্রী ‘‘সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের কাজ সম্পন্ন ডিসেম্বরে’’
Thursday, July 24, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment