আমাদের সিলেট ডটকমঃ
ব্যবসায়ীকে আটক ও মারধরের ঘটনায় হাইকোর্টে দাখিল করা রিট আবেদনের প্রেক্ষিতে সিলেট কোতয়ালী থানার ওসি আতাউর রহমানকে রংপুর রেঞ্জে বদলী করা হয়েছে। হাইকোর্টের নির্দেশে তিনিসহ ৫ পুলিশ কর্মকর্তার বির্বদ্ধে মামলাও হচ্ছে বলে জানা যায়। আদালতের নির্দেশনার পর বৃহস্পতিবার রাতে পুলিশ হেড কোয়ার্টার তাকে রংপুর রেঞ্জে সংযুক্ত করে। আজ রোববার সকালে তিনি দায়িত্ব হস্তান্তর করবেন। আদালতের নির্দেশনা অনুযায়ী জাতীয় মানবাধিকার কমিশন বিষয়টি তদন্ত করা হবে বলে জানা গেছ। এ ঘটনায় অভিযুক্ত ৫ পুলিশ কর্মকর্তার বির্বদ্ধে থানায় মামলা নেয়া হবে।
গত ১৭ জুলাই সিলেট নগরীর নয়াসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন করার অভিযোগে সুনামগঞ্জের ছাতক পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ চৌধুরীর বড় ভাই কামাল আহমদ চৌধুরীকে আটক করে পুলিশ। এরপর তাকে থানায় নিয়ে থানার ওসি আতাউর রহমান ও ওসি (তদন্ত) শ্যামল বণিক, উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম, উপ-সহকারি পরিদর্শক (এএসআই) তাহের ও কনস্টেবল অধির শারিরীকভাবে নির্যাতন করেন বলে অভিযোগ করেন তার পরিবার। বর্তমানে কামাল চৌধুরী ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই ঘটনায় কামাল আহমদ চৌধুরীর ছোট ভাই শামীম আহমদ চৌধুরী বৃহস্পতিবার দুপুরে হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেন। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও মো. হাবিবুল গনির সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ পুলিশের আইজিপি এবং সিলেটের পুলিশ কমিশনারকে ওসি আতাউরসহ অভিযুক্তদের বির্বদ্ধে মামলা র্বজুর নির্দেশ দেন। পাশাপাশি ঘটনাটি স্বাধীনভাবে তদন্ত করে চার সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত একটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য জাতীয় মানবাধিকার সংস্থার চেয়ারম্যানকে নির্দেশ দেন। আদালত প্রাথমিক তদন্তের পর অভিযুুক্তদের বির্বদ্ধে আইনী পদক্ষেপ ও বিভাগীয় ব্যবস্থা নেয়ার কথা বলেন। হাইকোর্টে কামাল চৌধুরীর পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ।
হাইকোর্টের নির্দেশনার পরই পুলিশ হেডকোয়ার্টার ওসি আতাউর রহমানকে বৃহস্পতিবার রাতেই রংপুর রেঞ্জে সংযুক্ত করে।
ব্যবসায়ীকে মারধরের জেরে কোতয়ালী থানার ওসি আতাউর রংপুরে বদলি
Thursday, July 24, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment