আমাদের সিলেট ডটকম :
হবিগঞ্জ জেলার বাহুবলে পিকআপ ভ্যানচাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত ও অপর দু’জন আহত হয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে উপজেলার মিরপুর-শ্রীমঙ্গল সড়কের নতুনবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের একজন পুরুষ (৪৫) ও অপরজন নারী (৪০)। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে বাহুবল থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মৃতদেহ উদ্ধার ও পিকআপটি জব্দ করে। তবে দুর্ঘটনার পরপরই পিকআপ ভ্যান চালক পালিয়ে গেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, অটোরিকশাটি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা থেকে বাহুবলের মিরপুর আসছিল। পথে নতুন বাজার এলাকায় শ্রীমঙ্গলগামী একটি পিকআপ অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনস’লেই দু’জন মারা যান। এসময় আহত হন অটোরিকশার অপর দুই যাত্রী।
বাহুবলে গাড়ি দুর্ঘটনায় ৪ জন হতাহত
Sunday, July 20, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment