আমাদের সিলেট ডটকম:
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, বাংলাদেশ থেকে ভারতে ব্রিটিশ ভিসা প্রসেসিং সেন্টার স’ানান্তর বাংলাদেশীদের বিশেষ করে সিলেটিদের জন্য একটি ভোগান্তির ও জটিলতার কারণ হয়ে দাঁড়াবে। এ সিদ্ধান্তের কারণে ব্রিটিশ ভিসা প্রসেসিংয়ের সময় ও ব্যয় বেড়ে যাবে। তিনি এ ধরনের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করে ঢাকায় ব্রিটিশ ভিসা প্রসেসিং ব্যবস’া বহাল রাখার জন্য ব্রিটিশ সরকারের প্রতি অনুরোধ জানান।
গত শনিবার সন্ধ্যায় নগরীর একটি হোটেলের করফারেন্স হলে ওভারসীজ করেসপন্ডেন্ট এসোসিয়েশন সিলেট (ওকাস)’র উদ্যোগে লন্ডন টাওয়ার হ্যামলেটসের মাইল এন্ড ওয়ার্ডের কাউন্সিলর শাহ আলমের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওকাস সভাপতি সাংবাদিক খালেদ আহমদের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ ফয়সাল আমীনের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস মাইল এন্ড ওয়ার্ডের কাউন্সিলর শাহ আলম ও সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম।
মেয়র আরিফুল হক লন্ডনের নবনির্বাচিত কাউন্সিলর শাহ আলমের সাফল্য কামনা করে লন্ডন প্রবাসী সিলেটিদের কল্যাণের জন্য আরো বেশী করে কাজ করার আহ্বান জানান। তিনি টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফুর রহমানসহ নির্বাচিতদের শুভেচ্ছা জানান। ভারতে ব্রিটিশ ভিসা প্রসেসিং সেন্টার স’ানান্তরের বিষয়টি নিয়েও তাদের সাথে আলোচনা করবেন বলে জানান।
আলোচনায় অংশ নেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা, ইলেক্ট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ইমজা’র সভাপতি ও দেশ টিভির সিলেট বিভাগীয় প্রতিনিধি বাপ্পা ঘোষ চৌধুরী, একাত্তর টেলিভিশনের সিলেট আঞ্চলিক প্রধান ইকবাল মাহমুদ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি আবদুল বাতিন ফয়সল, চ্যানেল ২৪’র স্টাফ রিপোর্টার গুলজার আহমদ, বাংলা টাইম সিলেটের ব্যুরো চিফ আবু তালেব মুরাদ, দৈনিক সিলেট সুরমার চীফ রিপোর্টার শাহ সুহেল আহমদ, মাছরাঙ্গা টেলিভিশনের আঞ্চলিক প্রধান শাকির হোসাইন, ছড়াকার বশির আহমদ জুয়েল প্রমুখ। ইফতারপূর্ব মোনাজাত করেন সিদ্দিকিয়া নুরানী একাডেমী কাজিরবাজারের প্রধান শিক্ষক মাওলানা মুহিবুর রহমান সুমন।
টাওয়ার হ্যামলেটসের মাইল এন্ড ওয়ার্ডের কাউন্সিলর শাহ আলম বলেন, ‘আমি প্রবাসী বাঙালি কমিউনিটির কাছে দায়বদ্ধ। তাঁরা যে স্বপ্ন নিয়ে আমাকে বিজয়ী করেছেন তা বাস্তবায়নে আমি কাজ করতে চাই। পাশাপাশি এ দেশের সন্তান হিসেবেও আমার যে দায়িত্ব রয়েছে তা যথাযথভাবে পালনে আপনাদের পাশে পেতে চাই।’ তিনি স্বল্প সময়ের মধ্যে মতবিনিময় সভার আয়োজন করায় ওকাস ও সিলেটের সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ব্রিটিশ সরকার বাংলাদেশের পরিবর্তে ভারতের নয়া দিলিৱতে ভিসা প্রসেসিংয়ের সিদ্ধান্ত গ্রহণের প্রতিবাদ জানান তিনি।
ব্রিটিশ ভিসা প্রসেসিং সেন্টার সিলেটিদের দুর্ভোগ বাড়বে : মেয়র আরিফ
Sunday, July 20, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment