ফিলিস্তিনে ইসরাইলি সহিংসতায় মানবিক বিপর্যয়ে বিশ্ব নেতৃত্বের উদাসিনতায় জাতিসংঘে বাংলাদেশের ক্ষোভ

Wednesday, July 23, 2014


এনা, নিইউয়র্ক : জাতিসংঘের মধ্যপ্রাচ্য ও ফিলিস্তিন বিষয়ক উন্মুক্ত বিতর্কে ইসরাইলি সহিংতায় মানবিক বিপর্যয়ে বিশ্ব নেতৃত্বের উদাসিনতায় বাংলাদেশ ক্ষোভ প্রকাশ করেছে।

মঙ্গলবার ২২ জুলাই নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই উম্মুক্ত বিতর্ক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশসহ জাতিসংঘের ৬০টিরও বেশি সদস্য রাষ্ট্র অংশগ্রহণ করে।

বিতর্কে ফিলিস্তিনে ইসরাইলি সহিংতায় মানবিক বিপর্যয়ে বিশ্ব নেতৃত্বের উদাসিনতায় ক্ষোভ প্রকাশ করে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড.এ. কে আব্দুল মোমেন বলেন, আমাদেরকে হৃদয় ভারাক্রান্ত মনে এখানে কথা বলতে হচ্ছে, যখন জাতিসংঘের সদস্য রাষ্ট্র ইসরাইল কর্তৃক আন্তর্জাতিক সকল বিধি-নিষেধ অমান্য করে ফিলিস্তিনিদের উপর অমানবিক ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী হত্যাযজ্ঞ চালানো হচ্ছে।






Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License