অবরোধ তুলে যুদ্ধবিরতির কথা বলুন : হামাস

Thursday, July 24, 2014

আমাদের সিলেট ডটকম: অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। গাজায় ইসরাইলি পাশবিক আগ্রাসন শুরুর ১৬তম দিনে বুধবার রাতে কাতারের রাজধানী দোহায় প্রথম জনসম্মুখে হাজির হন হামাস নেতা খালেদ মাশআল। তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, গাজা উপত্যকার ওপর গত সাত বছর ধরে চলা অবরোধ প্রত্যাহারের আগ পর্যন্ত তার সংগঠন যুদ্ধবিরতি সংক্রান্ত কোনো আলোচনায় বসবে না। এর আগে বুধবার বাইতুল মোকাদ্দাসে (জেরুজালেমে) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, সংঘর্ষ বন্ধ হওয়ার আগ পর্যন্ত যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনা হবে না। অর্থাৎ হামাসকে আগে যুদ্ধবিরতির প্রস্তাব মানতে হবে। আমেরিকা ও ইসরাইলের এ প্রস্তাব প্রত্যাখ্যান করে হামাস নেতা মাশআল বলেন, “হামাসের দাবি না মানা পর্যন্ত আমরা যুদ্ধবিরতির কোনো প্রস্তাব মানবো না। আমরা আজ প্রত্যাখ্যান করছি এবং আগামীকালও প্রত্যাখ্যান করব।” তিনি বলেন, “আমেরিকা, ইসরাইল, মিশর, ইউরোপ, মাহমুদ আব্বাস সবার প্রতি আমাদের একই বার্তা- গাজার ওপর থেকে অবরোধ তোলার আগ পর্যন্ত কোনো যুদ্ধবিরতি হবে না।” মাশআল বলেন, তাদের সবাই আমাদের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে এসেছে। তারা প্রত্যেকে চায়, আমরা আগে যুদ্ধবিরতি করি; তারপর আমাদের দাবি নিয়ে আলোচনা হবে। কিন্তু আমরা তা প্রত্যাখ্যান করেছি। আমাদের কথা একটি- আগে দাবি মানতে হবে, তারপর যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হতে পারে। হামাস প্রধান বলেন, “সামরিক শক্তির দিক দিয়ে আমরা ইসরাইলের সমান নই। কিন্তু ইসরাইলের শান্তি নষ্ট করার যথেষ্ট শক্তি আমাদের আছে। আমরা বেন গুরিয়ন বিমানবন্দর বন্ধ করতে পেরেছি। কাজেই আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিরোধ যুদ্ধ চলবে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License