সাপাহারে তরুণীদের ভিড়ে শেষ মুুহূর্তে জমে উঠেছে ঈদ বাজার

Thursday, July 24, 2014


নয়ন বাবু, সাপাহার : ঈদের আর কয়েকদিন মাত্র বাকি। তাই শেষ মুহূর্তে ক্রেতাদের ভিড়ে জমে উঠেছে নওগাঁর সাপাহারে ঈদের বাজার। সবাই ব্যস্ত প্রিয়জনদের জন্য বিভন্ন ধরনের সামগ্রী কিনতে। অন্য বছরের তুলনায় এবার দাম একটু বেশি হলেও প্রিয়জনদের মুখে হাসি ফোটানার জন্য সবাই ছুটছে মার্কেটে। তবে এবারে ঈদের বাজারে তরুণীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে।

সাপাহার সদরের লাবণী সুপার মার্কেট, নিউ মার্কেট, চৌধুরী মার্কেট, সরকার মার্কেট ও গিয়াস মার্কেটসহ বিপণি বিতানগুলোতে ক্রেতাদের প্রচণ্ড ভিড় লেগেই আছে। টেইলার্সগুলোতে অর্ডার নেয়া বন্ধ। তাই থান কাপড়ের বিক্রি তুলনামূলকভাবে কমে গেলেও ভিড় বেড়েছে তৈরি পোষাক, কসমেটিক্স ও জুতার দোকানগুলোতে। তৈরি পোষাকের দোকানদারদের দম ফেলার ফুসরত নেই।

তৈরি পোষাকের দোকানে এবার সবচাইতে বেশি বিক্রি হচ্ছে মেয়েদের পোষাক। ভারতের 'বুঝেনা সে বুঝেনা' নাটকের মডেল পাখি নামের 'পাখি থ্রি পিচ'সহ বিভিন্ন নামের থ্রি পিচ বিক্রি হচ্ছে বেশি। ছেলেরা কিনছে জিন্স প্যান্ট, পাঞ্জাবি, গেঞ্জি ও সার্ট। দাম তুলনামূলক কিছুটা বেশি হলেও ক্রেতারা আপনজনদের সাথে আনান্দ ভাগাভাগি করে নিতে সাধ্যমত পোষাক কিনছে।






Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License