ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি হামলার দুই সপ্তাহ পূর্ণ হলো আজ (মঙ্গলবার)। গত ৮ জুলাই থেকে চলা বিমান ও স্থল হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৫৭০ ফিলিস্তিনি নিহত হয়েছে। হামাসের রকেট হামলায় প্রাণ হারিয়েছে ২৫ ইসরাইলি সেনা। এদিকে, গাজা উপত্যকায় অস্ত্রবিরতির জন্য মিসরের রাজধানী কায়রো ও কাতারের রাজধানী দোহায় আলোচনা চলছে। কায়রোতে সোমবার জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। উভয় নেতাই বেসামরিক মানুষের প্রাণহানি কমাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, দোহায় বৈঠক করেছেন গাজা শাসনকারী সংগঠন হামাসের নেতা খালেদ মেশাল ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এ সময় তারা গাজায় অস্ত্রবিরতির বিষয়ে আলোচনা করেন। অস্ত্রবিরতির বিষয়ে মিসরের দেওয়া প্রস্তাব গ্রহণ করতে হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও আরব লিগের মহাসচিব নাবিল আল-আরাবি। তবে হামাস শর্ত দিয়েছে, গাজা থেকে সব অবরোধ তুলে নিতে হবে এবং ইসরায়েলের কারাগারে আটক সব ফিলিস্তিনিকে মুক্তি দিতে হবে। এদিকে, গাজায় ৪৭ মিলিয়ন মার্কিন ডলারের মানবিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন জন কেরি।
সূত্র : আল-জাজিরা।
ফিলিস্তিনে ইসরাইলি হামলার দুই সপ্তাহ : নিহত ৫৭০
Tuesday, July 22, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment