আমাদের সিলেট ডটকম :
সিলেট নগরীর সুবিদবাজারে বৃহস্পতিবার দিবাগত রাতে আড্ডাস্থলের দখল নেয়াকে কেন্দ্র করে ছাত্রদলের হামলায় ছাত্রলীগের ৩ কর্মী আহত হয়েছেন। হামলায় আহতরা হচ্ছেন- আবদুস সোবহান মিলন, অপু আহমদ ও নুর্বজ্জামান। আহত ১ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে রাতে ভর্তি করা হয়।
এ ঘটনায় তাৎক্ষনিকভাবে ছাত্রলীগ সুবিদবাজারে সশস্ত্র মহড়া চালায় এবং সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় সুবিদবাজার এলাকায় আতংক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীরা মার্কেট-দোকান বন্ধ করে দেন।
জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১০টায় সুবিদবাজারস্থ ইস্টার্ন থাই এ্যালুমিনিয়ামের সামনের আড্ডাস্থলের দখল নেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগ দর্শন দেউড়ী গ্রুপের নিয়ন্ত্রণাধীন মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ সিদ্দিকী ও ছাত্রদল নেতা রেজাউল করিম নাচনের নেতাকর্মীদের মধ্যে ওই হামলার ঘটনা ঘটে। সুবিদবাজারের ইস্টার্ন থাই এ্যালুমিনিয়ামের সামনে আড্ডা দিতেন ছাত্রদল নেতা রেজাউল করিম নাচনের নিয়ন্ত্রণাধীন সুবিদবাজারস’ একটি উপগ্রুপের নেতাকর্মীরা। ৪ দিন আগে তাদেরকে সেখান থেকে হটিয়ে দিয়ে ওই জায়গাকে নিজেদের আড্ডাস’ল বানান দর্শন দেউড়ী গ্রুপের সুবিদবাজার উপগ্রুপের নেতা আশরাফ সিদ্দিকীর নেতাকর্মীরা। এ নিয়ে কয়েকদিন ধরে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল। রাতে ছাত্রদল আচমকা ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হামলা চালায়।
এ ঘটনার পর স্থানীয় ছাত্রলীগ নেতারা ঐক্যবদ্ধ হয়ে সুবিদবাজারের সশস্ত্র মহড়া প্রদর্শন করে। এতে এলাকায় আতংক ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।
এরপর ছাত্রলীগ নেতাকর্মীরা সুবিদবাজারের আলী সেন্টারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। একপর্যায়ে তারা সিলেট-সুনামগঞ্জ সড়কের সুবিদবাজার এলাকায় অবরোধ সৃষ্টি করে। রাত ১১টা থেকে প্রায় ৪০ মিনিট তারা অবরোধ চালিয়ে যান।
এসময় ছাত্রলীগ নেতা আশরাফ সিদ্দিকী পুলিশ প্রশাসনকে আলটিমেটাম দিয়ে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে ছাত্রদল নেতা নাচন ও নাবিলকে গ্রেপ্তার না করলে কঠোরতর আন্দোলনের ডাক দেয়া হবে।
এদিকে উপশহরের ঘটনায় শাহপরাণ থানার ওসি মো. শাখাওয়াত হোসেন বলেন, রমজান ও ঈদকে কেন্দ্র করে নাগরিক নিরাপত্তার জন্য রাতে রাস্তায় আড্ডা না দিতে ছাত্রলীগকে বলা হয়। কিন্তু তারা আড্ডাস্থল থেকে সরে না যাওয়ায় পুলিশ তাদেরকে উচ্ছেদ করে। এ ঘটনায় তারা কিছুক্ষণ রাস্তা অবরোধ করে। পরে তারা অবরোধ তুলে চলে যায়।
ছাত্রলীগের উপর ছাত্রদলের হামলা, আহত ৩ ॥ ছাত্রলীগের সশস্ত্র মহড়া, দুই স্থানে সড়ক অবরোধ
Friday, July 25, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment