বিশ্বনাথ প্রতিনিধি : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম. এ মান্নান বলেছেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী। তাই দেশের প্রতিটি এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড চলছে।
দেশের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করে প্রতিমন্ত্রী বলেন, জীবনের শেষদিন পর্যন্ত নবীন প্রবীণ এমপিদের সহযোগিতা নিয়ে সৎপথে সরকারি দায়িত্ব পালন করতে চাই।
শুক্রবার ২৫ জুলাই সন্ধ্যায় প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে সিলেটের বিশ্বনাথে দেওকলস ইউনিয়নের কালিগঞ্জ বাজার-আহমদগঞ্জ-সৎপুর বাজার-উলুপাড়া-কোনারাই রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে স্থানীয় সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়ার বাড়িতে আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখছিলেন।
দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস ছত্তারের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্যে সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেন, বর্তমান আলোকিত সরকারের সঙ্গে জাতীয় পার্টি ছায়া হিসেবে কাজ করছে। সিলেট-২ আসনে উন্নয়ন কর্মকাণ্ড চলছে এবং চলবে।
উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক একেএম দুলাল ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেনের যৌথ উপস্থাপনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আ. ন. ম শফিকুল হক, বিশ্বনাথের সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহিবুর রহমান ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পংকি খান।
No comments:
Post a Comment