মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশকে ফতেহপুর চা বাগান কর্তৃপক্ষ গাড়ি উপহার দিয়েছে।
বৃহস্পতিবার ২৪ জুলাই সকালে আনুষ্ঠানিকভাবে চা বাগান কর্তৃপক্ষ পুলিশ প্রশাসনের কাছে একটি পিকআপ ভ্যান হস্তান্তর করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম। তিনি বলেন, পুলিশকে জনগণের বন্ধু হতে যেমনি আরো দায়িত্বশীল হতে হবে, তেমনি জনগণকেও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
জেলা প্রশাসক আরো বলেন, চা বাগানের প্রকৃত মালিক চা শ্রমিকরা। তাদের উপরই নির্ভর করে বাগানের ভবিষ্যত। চা বাগান যাতে সন্ত্রাসীদের আশ্রয়স্থল না হয় সেদিকে শ্রমিকদের খেয়াল রাখতে হবে।
গোয়াইনঘাট থানাকে গাড়ি দিলো ফতেহপুর চা বাগান কর্তৃপক্ষ
Thursday, July 24, 2014
Labels:
# বাংলানিউজ আপডেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment