বাংলাদেশে সফররত জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও শান্তিরক্ষা অপারেশন্স বিভাগের প্রধান হার্ভ ল্যাডসউস নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম. ফরিদ হাবিবের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।
বৃহস্পতিবার ২৪ জুলাই বনানীস্থ নৌ সদর দফতরে এই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।
সাক্ষাতকালে হার্ভ ল্যাডসউস নৌবাহিনী প্রধানের সাথে কিছুসময় অতিবাহিত করেন এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এ সময় তার সফরসঙ্গী হিসেবে আগত তিন সদস্যের প্রতিনিধি দল ও নৌ সদরের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এর আগে হার্ভ ল্যাডসউস নৌ সদরে এসে পৌঁছালে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশান্স) রিয়ার এডমিরাল এএমএমএম আওরঙ্গজেব চৌধুরী, এনডিসি, পিএসসি তাকে স্বাগত জানান।
নৌ প্রধানের সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও শান্তিরক্ষা অপারেশন্স বিভাগ প্রধানের সৌজন্য সাক্ষাত
Thursday, July 24, 2014
Labels:
# বাংলানিউজ আপডেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment