গাজা বিষয়ে কাতারের আমির ও সৌদি বাদশাহ’র বৈঠক

Wednesday, July 23, 2014

আমাদের সিলেট ডটকমঃ গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে বৈঠক করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি ও সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ। উপসাগরীয় ক্ষমতাধর রাষ্ট্রগুলোর মধ্যে কূটনৈতিক সম্পর্কে নজিরবিহীনভাবে দূরত্ব ও ফাটল সৃষ্টির পর প্রথমবারের মতো কাতারের আমির গতকাল রাতে সৌদি আরবে পৌঁছেছেন। আকস্মিক এ সফরে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি উপকূলীয় শহর জেদ্দায় সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন। ফিলিস্তিন অধ্যুষিত গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে বৈঠক করেন তারা। এ সময় তারা যুদ্ধবিরতিতে ইসরাইল ও হামাসকে রাজি করাতে সম্ভাব্য বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আলোচনায় সৌদি আরবের ক্রাউন প্রিন্স সালমান ও ডেপুটি ক্রাউন প্রিন্স মুকরিনও উপস্থিত ছিলেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাদশাহ আবদুল্লাহর নিরাপত্তা উপদেষ্টা যুবরাজ বানদার বিন সুলতান ও বাদশাহের পুত্র যুবরাজ মিতেব। মিতেব সৌদি আরবের ন্যাশনাল গার্ডের প্রধানের দায়িত্ব পালন করছেন। ১৫ দিন ধরে ইসরাইলের নিষ্ঠুর হত্যাযজ্ঞে প্রাণ হারিয়েছেন ৬৩০ জনেরও বেশি ফিলিস্তিনি, যার অধিকাংশই নারী ও শিশু। অন্যদিকে, ইসরাইলের ২৭ সেনা ও ২ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License