ঐতিহ্যবাহী কামাল বাজার আলিম মাদরাসা আয়োজিত সংবর্ধনায় বিশিষ্ট শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ছালিক মিয়া চৌধুরী বলেছেন, দেশের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে প্রবাসীদের গৌরবোজ্জ্বল ভুমিকা রয়েছে। তাই সুদুর প্রবাসে স্থায়ীভাবে বসবাস করেও শেকড়ের টানে আমরা বারবার দেশে আসি। দেশের জন্য আমরা প্রবাসীরা কিছু করতে পারলে গর্ববোধ করি। তিনি শিগগিরই মাদরাসার দৃষ্টিনন্দন তোরন নির্মাণের ব্যয়ভার বহনের ঘোষনা দিয়ে এর কার্যক্রম শুরু করার দিকনির্দেশনা দেন। এছাড়া প্রবাসীদের সাথে নিয়ে মাদরাসার অন্যান্য সমস্যাগুলোও ক্রমান্বয়ে সমাধানের আশ্বাস প্রদান করেন।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়াইদ আলীর সভাপতিত্বে ও মাদরাসার শিক্ষক মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা হাজী চেরাগ আলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাংলাদেশ আঞ্জুমানে আল-ইসলাহ’র কেন্দ্রীয় মহাসচিব, মাদরাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা এ.কে.এম মনোওর আলী ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সমন্নিত উৎপাদক ও ব্যবসায়ী সমিতি বিশ্বনাথ উপজেলা সভাপতি মোঃ মধু মিয়া, সিলেট লেখক ফোরাম’র প্রতিষ্ঠাতা সভাপতি কবি নাজমুল ইসলাম মকবুল, আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আজম আলী, তালিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাশুক আহমদ, সমাজসেবী গোলাম আজম মঞ্জু, জুনেদ আহমদ, হায়দার আলী, মাসুক মিয়া, হাজী শফিক মিয়া, আশিক মিয়া, মনজুর চৌধুরী, সজিব আহমদ, মাদরাসার সহকারী অধ্যাপক বেলাল আহমদ, সহকারী শিক্ষক আব্দুল মজিদ প্রমূখ। পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করেন মাদরাসার ছাত্র হাফিজ মহিউদ্দিন। মাদরাসার পক্ষ থেকে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। বিজ্ঞপ্তি
দেশের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে প্রবাসীদের গৌরবোজ্জ্বল ভুমিকা রয়েছে
Thursday, October 24, 2013
Labels:
# সুরমা টাইমস
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment