কামাল হোসেন, তাহিরপুর(সুনামগঞ্জ)
সনামগঞ্জে তাহিরপুরে মরণ যান টমটমের চাপায় বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রণীর মেধাবী ছাত্র ইমনের মৃত্যুও প্রতিবাদে গতকাল বুধবার দুপুর ১ টার সময় ওই স্কুলের ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে। বিক্ষোভ মিছিটি বাদাঘাট বাজারের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে স্কুল মাঠে এক সমাবেশে মিলিত হয়। ছাত্র-ছাত্রীরা তাদেও সহপাঠি ইমনের মৃত্যুও জন্য দায়ী টমটমের ড্রাইভারের বিচার ও অবৈধ টমটম চলাচল বন্ধের দাবি জানিয়ে বক্তব্য রখে, ৫ম শ্রণীর ছাত্রী ইমনের বড় বোন মাহফুজা আক্তার তন্বী, জান্নতুল ফেরদৌস, তানবির আহমদ, ৪র্থ শ্রণরি ছাত্র রাহাতুল ইসলাম রাব্বি, সাবাবা আমরিন যুহা প্রমুখ, সভাশেষে ছাত্র-ছাত্রীরা ও রাস্তা টমটম বন্ধে বাদাঘাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন বরাবর সারক বরাবর লিপী প্রদান করে।
স্কুল ছাত্র ইমন হত্যার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ মিছিল
Thursday, October 24, 2013
Labels:
# সুরমা টাইমস
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment