বিএনপি-জামাত-আ’লীগের ত্রিমুখি সংঘর্ষের সম্ভাবনা

Wednesday, October 23, 2013

ফাইল ফটো

ফাইল ফটো



সুরমা টাইমস রিপোর্টঃ আগামীকাল ২৫ অক্টোবর শুক্রবার। সারাদেশের মতো সিলেটের রাজনীতিতে বাড়ছে উত্তাপ। যে কোন মূল্যে নগরীর কোর্ট পয়েন্টে সমাবেশ করার ঘোষণা দিয়েছে ১৮ দল। অপরদিকে, ১৮ দল কর্মসূচি পালনের নামে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হাতে তাদেরকে প্রতিহত করার ঘোষনা দিয়েছে সরকারি দল আওয়ামী লীগ। ১৮ দল ঘোষিত ওই দিনের কর্মসূচীত প্রস্তুতি নিয়েছে জোটের শরিক দল জামায়াত-শিবির। রাজনীতির মাঠে জামায়াত-শিবির হঠাৎ করেই নিশ্চুপ হওয়ার পর ওইদিন আবার তারা জ্বলে উঠতে পারে-এমন ধারণা আইন-শৃঙ্খলা বাহিনীর। তবে আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা বিষয়টি নাকচ করে দিয়েছেন। তারা জনিয়েছেন ইতোমধ্যে স্থানে স্থানে তল্লাশীসহ প্রস্তুতি নেওয়া হচ্ছে। সূত্রমতে কর্মসূচী শুক্রবার হওয়ায় জুম্মার নামাজে মুসলিবেশে শিবির ক্যাডাররা বিভিন্ন মসজিদে অবস্থান নেবে। মসজিদ থেকে বেরিয়ে নাশকতা ঘটাতে পারে বলে বিভিন্ন গোয়েন্দা সংস্থার ধারণা। ২৫ অক্টোবরকে সামনে রেখে ভেতরে ভেতরে তারা আবারো নাশকতার পরিকল্পনার ছক আঁটছে এমন আভাস ও দিয়েছেন গোয়েন্দারা।

ইতোমধ্যে ২৫ অক্টোবর সিলেটের রাজপথ দখলে রাখতে আওয়ামী লীগ ও ১৮ দল একাধিক প্রস্তুতি সভা করেছে। গতকাল বুধবার ১৮ দল প্রস্তুতি সভা করে ২৫ অক্টোবর কোর্ট পয়েন্টে সমাবেশের কর্মসূচি দিয়েছে। সভা থেকে যে কোন মূল্যে সমাবেশ সফলের ঘোষণা দেয়া হয়। সমাবেশে পুলিশ বাধা দিলে প্রতিরোধেরও প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।

জানা গেছে, ২৫ অক্টোবর সিলেটে সর্বশক্তি প্রয়োগের পরিকল্পনা জামাতের। কেন্দ্রীয় পর্যায় থেকেও জামায়াত-শিবির ক্যাডারদের এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে সংশিষ্ট সূত্রে জানা গেছে। তাই নাশকতার পরিকল্পনার ছক মোতাবেক সিলেটের রাজনৈতিক মাঠ দখলে নেওয়ার জন্য পূর্ব প্রস্তুত হয়ে আছে জামায়াত-শিবির।

এদিকে, ২৫ অক্টোবর বিরোধী দলকে মোকাবেলায় আওয়ামী লীগও ব্যাপক প্রস্তুতি নিয়েছে। গত কয়েকদিনে দলের নেতাকর্মীরা দফায় দফায় সভা করে করণীয় ঠিক করেছেন। ওইদিন আওয়ামী লীগ রাজপথের কোন কর্মসূচি ঘোষণা না করলেও নেতাকর্মীরা সতর্কাবস্থায় থাকবেন। ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা নগরীতে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করলে সাথে সাথে আওয়ামী লীগ নেতাকর্মীরা রাস্তায় নেমে এসে তাদেরকে প্রতিরোধের চেষ্টা করবে।

সিলেটে বিএনপি-ছাত্রদল রাজপথে মিছিল করেই রাজনীতির ষোলকলা পূর্ণ করতে চায়। সম্প্রতি তাদেরকে নাশকতামূলক কর্মকান্ডের সাথে সংশ্লিষ্টতা খুজে পায়নি আইন শৃঙ্খলা বাহিনী। তবে স্থানীয় বিএনপির অনেক নেতাই মনে করেন রাজনীতির মাঠ গরম করতে জামায়াত-শিবিরের বিকল্প নেই। ঈদের আগেও শিবির ছাত্রলীগের উপর হামলা চালিয়েছে। তাদের চোরাগোপ্তা হামলায় সিলেটে এ পর্যন্ত অন্তত ৩৩ জন পঙ্গুত্ব বরণ করেছেন। শিবিরের হামলায় নিহত হবার ঘটনাও ঘটেছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. আইয়ুব বলেন, জামায়াত শিবিরের নাশকতার পরিকল্পনার আগাম কোনো বার্তা তাঁদের কাছে নেই। তিনি বলেন, সংঘঠনটি হঠাত করে পুলিশের উপর হামলা চালিয়ে পুলিশের গাড়ি ভেঙ্গে দেয়। তারপরও বাড়তি সতর্কতা অবলম্বন করে ২৫ অক্টোবর সব ধরনের নাশকতা মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে পুলিশ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License