সুরমা টাইমস রিপোর্টঃ সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানায় ভিকটিম সাপোর্ট সেন্টারের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে থানা কম্পাউন্ডের ভেতরে সেন্টারটির উদ্বোধন করেন পুলিশের অতিরিক্ত আইজি (সিআইডি) মো. মোকলেসুর রহমান বিপিএম। এই সেন্টার থেকে নির্যাতিত নারী ও শিশু প্রয়োজনীয় আইনী সহায়তা পাবেন। নারীদের দ্বারাই পরিচালিত হবে ভিকটিম সাপোর্ট সেন্টারটি।
এর আগে গতকাল দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে ভিকটিম সাপোর্ট বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত আইজিপি (সিআইডি) মো. মোকলেসুর রহমান বিপিএম বলেন, পুলিশের অতীত ভাবমূর্তি কাটিয়ে উজ্জ্বল ভাবমূর্তি তৈরি করতে এই সেবামূলক কার্যক্রম শুরু করা হয়েছে। পুলিশকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে জনবান্ধব, শিশুবান্ধব করার চেষ্টা করা হচ্ছে। আধুনিক জনবান্ধব পুলিশই জনগণের বন্ধু হয়ে ওঠবে।
কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট রেঞ্জের ডিআইজি বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন ভূইয়া, সিলেট মহানগর পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি, আরআরএফ’র কমান্ড্যান্ট আনসার উদ্দিন খান পাঠান, অতিরিক্ত ডিআইজি সাখাওয়াত হোসেন, মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রোকন উদ্দিন আহমদ প্রমুখ। এছাড়াও সিলেট বিভাগের চার জেলার পুলিশ সুপার ও সকল থানার ওসিরা কর্মশালায় অংশ নেন।
‘পুলিশকে জনবান্ধব করে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে ’
Sunday, October 20, 2013
Labels:
# সুরমা টাইমস
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment