ফের বেদখল ফুটপাত : হকার উচ্ছেদে রাস্তায় আরিফ

Sunday, October 20, 2013

Arifulসুরমা টাইমস রিপোর্টঃ নগরীর ফুটপাত ফের দখল করে রেখেছে হকাররা। সিটি করপোরেশন থেকে ঈদ পর্যন্ত ফুটপাতে বসে ব্যবসা করার মৌখিক অনুমতি নিয়েছিল হকাররা। ঈদের পর ব্যবসা গুটিয়ে নেয়ার কথা থাকলেও হকাররা আগের মতো ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় হকার উচ্ছেদে রবিবার মাঠে নামেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। মেয়রের নেতৃত্বে অভিযান চালিয়ে ফুটপাত থেকে উচ্ছেদ করা হয় হকারদের।

Ariful Hoqueসিলেট সিটি করপোরেশন সূত্রে জানা যায়, আরিফুল হক চৌধুরী মেয়রের দায়িত্ব নেয়ার পরপরই শুরু করেন নগরীর রাস্তা ও ফুটপাত থেকে হকার উচ্ছেদ। সিটি করপোরেশনের অভিযানে নগরীর সকল ফুটপাত হকারমুক্তও করা হয়। ঈদুল আযহার প্রায় এক সপ্তাহ আগে হকারদের অনুরোধে মেয়র আরিফ তাদেরকে ঈদের দিন পর্যন্ত ফুটপাতে বসে ব্যবসা করার অনুমতি দেন। তবে ফুটপাতে কোন স্থাপনা না বসাতে নির্দেশ দেয়া হয় হকারদের। কিন্তু সিটি করপোরেশনের নির্দেশ অমান্য করে ঈদের পরও হকাররা ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে যেতে থাকেন।

এ অবস্থায় রবিবার দুপুরে ফুটপাত থেকে হকার উচ্ছেদের অভিযানে নামেন মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি নিজে মাঠে থেকে ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ করেন। এসময় মেয়র বিভিন্ন মার্কেটের সামনে রাস্তার উপর এলোপাতাড়ি করে রাখা মোটর সাইকেলগুলোও সরিয়ে দেন। ভবিষ্যতে রাস্তার উপর এভাবে যানবাহন রাখা হলে আইনী ব্যবস্থা নেয়া হবে বলে জানান মেয়র।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License