কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় আহত-৩

Wednesday, October 23, 2013



durgotona-34এমদাদুর রহমান চৌধুরী জিয়া, মৌলভীবাজর :

মৌলভীবাজারের কুলাউড়ার মিশন নামক স্থানে বাস ও সিএনজির মুখো মুখি সংঘর্ষে তিন ব্যাক্তি গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

পুলিশ সূত্রে জানাযায় বুধবার সকালে কুলাউড়ার মিশন নামক স্থানে মৌলভীবাজার থেকে কুলাউড়া গামী সিএনজি মৌলভীবাজার-থ-১১-৭৫৯৭ ও কুলাউড়া থেকে ছেড়ে যাওয়া মৌলভীবাজারগামী মাইক্রবাস মৌলভীবাজার জ-০৪-০০৭৬ এর মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক মৌলভীবাজার সদর উপজেলার বনস্রী এলাকার কালীপদ (২২),সিএনজি যাত্রী ব্রাহ্মণবাজার এলাকার রুবেল (৩০) ও কুলাউড়ার কাদিপুর ইউনিয়ন পরিষদের সহকারী সচিব গুপ্তগ্রাম এলাকার সুকুমার মল্লিক (৩২) গুরুতর আহত হন। আহতদের মধ্যে রুবেল মৌলভীবাজার সদর হাসপাতালে, কালীপদ ও সুকুমার সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন আছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানা পুলিশের এস আই আানোয়ার জানান দুর্ঘটনায় তিগ্রস্থ বাস ও সিএনজি পুলিশ হেফাজতে রয়েছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License