পলাতক শিবিরের চিহ্নিত নেতাদের সন্ধানে পুলিশ

Wednesday, October 23, 2013

Chhatra-Shibir-Logoসিলেট মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে জেলা শাখা শিবিরের সভাপতি এসএম মনোয়ার হোসেনসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১২টার দিকে নগরীর উপশহর এলাকার শাহজালাল মাল্টিপ্ল্যান সিটি নামক ১২ তলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেফতার করা হয়।

মনোয়ারের সঙ্গে গ্রেফতারকৃত অন্যরা হলেন, শিবিরের এমসি কলেজ শাখার সেক্রেটারি মনজুর আলম, শিবিরের সাথী সেবুল আহমদ এবং অজ্ঞাত আরেকজন।

সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শৈলেন চন্দ্র দাস জানিয়েছেন, গ্রেফতারকৃত জেলা শিবির সভাপতি মনোয়ারসহ অন্যদের বিরুদ্ধে শাহপরান থানায় একাধিক মামলা রয়েছে।

সূত্র জানিয়েছে, শিবিরের চিহ্নিত নেতাদের আটক করতে বুধবার সন্ধ্যা থেকেই সাঁড়াশি অভিযানে নেমেছে মহানগর পুলিশের বিশেষ দল।

রাতে উপশহর এলাকার কয়েকটি বাসায় ঘেরাও দিয়ে অভিযান চালানো হলেও বেশিরভাগ বাসা থেকেই খালি হাতে ফিরতে হয়েছে পুলিশকে।

তবে গোপন সূত্রের খবরে রাত সাড়ে বারটার দিকে মাল্টিপ্ল্যান সিটি নামক ১২ তলা ভবনের তৃতীয় তলায় অভিযান চালিয়ে মনোয়ারসহ ৪ শিবির কর্মীকে গ্রেফতার করতে সমর্থ হয় পুলিশ।

গ্রেফতারকৃতদের মহানগর পুলিশের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে।

মহানগর পুলিশ সূত্র আরও জানিয়েছে, নগরজুড়ে সাঁড়াশি অভিযান চলছে। বিভিন্ন মামলায় পলাতক শিবিরকর্মীদের সন্ধানে রাতভর অভিযান চলবে।


Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License