পেশাজীবীরা অনড় খালেদার সমাবেশের ভেন্যু বাতিল

Sunday, October 20, 2013

নতুনবার্তা,ঢাকা: বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সম্মিলিত পেশাজীবী পরিষদের কনভেনশন বাতিল করেছে ভেন্যু কর্তৃপক্ষ। বিষয়টি জানিয়ে আয়োজকদের ফ্যাক্স করা হয়েছে।


এদিকে, ভেন্যু বাতিল হলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে যথাসময়ে সম্মেলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন পেশাজীবী নেতারা।


পূর্ব-নির্ধারিত সময়সূচি অনুযায়ী দুপুর দুইটা থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওই সম্মেলনে প্রধান অতিথির হিসেবে থাকার কথা বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকার কথা বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক নেতাদের।


নির্ভরযোগ্য সূত্র জানায়, যথাসময়েই পেশাজীবীরা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যাবেন। সম্মেলন করতে না দেয়া হলে সেখানেই সংবাদ সম্মেলন করে প্রতিক্রিয়া জানাবেন তারা।


সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় চেয়ারপারসনের সঙ্গে তার গুলশানের কার্যালয়ে দেখা করতে যান বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতারা। সেখানে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমেদের সভাপতিত্বে সম্মিলিত পেশাজীবী পরিষদের জাতীয় কনভেনশনে বিভিন্ন পেশার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং রাজনৈতিক নেতাদের আমন্ত্রণ জানায় কনভেনশন আয়োজক কমিটি।


আমন্ত্রণপত্রে বলা হয়, “নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন, গণতন্ত্র-আইনের শাসন, মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা, জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ও দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি, পেশাজীবীদের ওপর নির্যাতন বন্ধ এবং পেশার মর্যাদা রক্ষার দাবিতে পেশাজীবীদের জাতীয় কনভেনশন আয়োজন করা হয়েছে।”


এদিকে, শনিবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার ভোর ছয়টা থেকে ঢাকা মহানগরীতে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, মিটিং, মানববন্ধন, লাঠি মিছিল, বিস্ফোরক দ্রব্য ও আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। তবে এ নিষেধাজ্ঞা সত্ত্বেও পিছপা হননি পেশাজীবীরা।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License