শর্ত সাপেক্ষে খালেদার অনুষ্ঠানের অনুমতি

Sunday, October 20, 2013

নতুন বার্তা,ঢাকা: নানা নাটকীয়তার পর অবশেষে শর্ত সাপেক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সম্মিলিত পেশাজীবী পরিষদের কনভেনশনের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।


ডিএমপি’র তেজগাঁও জোনের ডিসি বিপ্লব কুমার সরকার এক সংবাদ সম্মেলনে এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, শর্ত সাপেক্ষে সম্মেলন করার অনুমতি দেয়া হয়েছে। পেশাজীবী পরিষদের নেতাকর্মীরা সম্মেলন কেন্দ্রের ভেতরে সম্মেলন করতে পারবেন, তবে বাইরে কোনো ধরনের কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না।


এর আগে রোববার সকাল ১০টায় এ সম্মেলনের অনুমতি বাতিল করে ভেন্যু কর্তৃপক্ষ। তবে ভেন্যু বাতিল হলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে যথাসময়ে সম্মেলনে যাওয়ার ঘোষণা তেন পেশাজীবী নেতারা। কনভেনশনে আহ্বায়ক সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী সাংবাদিকদের বলেন, “আমরা এক মাস আগে হল বুকিং দিয়েছি। এখন হুট করে তা বাতিল করলেই আমরা তা মেনে নেব না। আমরা যথাসময়ে প্রধান অতিথিকে নিয়ে সমাবেশস্থলে যাবো।”


এদিকে, রোববার সকাল থেকেই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ঘিরে রেখেছে বিপুলসংখ্যক পুলিশ। প্রস্তুত রাখা হয় প্রিজন ভ্যান ও জলকামান। তবে শর্ত সাপেক্ষে অনুমতি দেয়ার পর অতিরিক্ত পুলিশ সরিয়ে নেয়া হয়।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License