এম এম ইলিয়াছ আলী, দক্ষিণ সুনামগঞ্জ থেকে :
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব, সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সর্বদলীয় সরকারের রূপরেখার কথা ঘোষণা করে আগামীতে সরকার গঠনের যে
স্বপ্ন দেখছেন, তা দিবাস্বপ্নে পরিণত হবে। তার এ ঘোষণা সংবিধানের কোথাও নেই। সুতরাং সংবিধান পরিপন্থি কোন বক্তব্য দিয়ে জাতিকে আর বিভ্রান্ত করবেন না। তিনি আরো বলেন, কিছুদিন আগে শেখ হাসিনা বলেছিলেন যে, তিনি সংবিধানের বাইরে এক চুলও নড়বেন না, অথচ বাংলাদেশের সংবিধানে কোথাও সর্বদলীয় সরকারের অস্তিত্ব নেই। কোন স্বার্থে এবং কার স্বার্থে তিনি সংবিধানের বাইরে এ প্রস্তাব দিয়েছেন, জাতি তা জানতে চায়। তিনি আরো বলেন, মাওলানা আবুবকর কামাল (রহ) ছিলেন বাতিলের বিরুদ্ধে আপোষহীন কণ্ঠ এবং হক্বের পক্ষের এক নিষ্ঠাবান সৈনিক। তাঁর আদর্শকে কাজে লাগিয়ে সমাজকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। গতকাল (শনিবার) সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পাথারিয়া বাজারে যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত পাথারিয়া ইউনিয়ন শাখা আয়োজিত দরগাহপুর মাদরাসার সাবেক মুহাদ্দিস এবং আনজুমানে তাহাফফুজে দ্বীন সুনামগঞ্জের সাবেক সভাপতি মরহুম মাওলানা আবুবকর কামাল (রহ) স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সভাপতি মাওলানা গোল আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল বাছীর, দিরাই উপজেলা জমিয়তের সভাপতি মুফতি মাওলানা শফিকুল আহাদ। শাখার সাধারণ সম্পাদক মাসরুর আহমদ তুহিন ও আব্দুল হাফিজের যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা আফসার উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী, আনজুমানে তাহাফফুজে দ্বীন সুনামগঞ্জের সাবেক সভাপতি মাওলানা শায়খুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাসেম, মাওলানা তাহির আহমদ, মাওলানা মুহসিন আহমদ, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা শাহনূর আহমদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুশতাক আহমদ, দক্ষিণ সুনামগঞ্জের স্বেচ্ছাসেবক দলের সাব্বির আহমদ, মাওলানা মুহাম্মদ আলী খান প্রমুখ।
No comments:
Post a Comment