নবীগঞ্জে ফিসারীতে লক্ষাধিক টাকার মাছ চুরি

Sunday, October 20, 2013

নবীগঞ্জ থেকে সংবাদদাতা :

নবীগঞ্জের পল্লীতে মাছের ফিসারীতে চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মামলা দায়ের করলে খুনের হুমকি দিয়েছে সংঘবদ্ধ চোরেরা। জানা যায়, উপজেলার গজনাইপুর ইউনিয়নের শিয়ানের কুঞ্জি গ্রামের জমির আলী সুমন মিয়া, হেলাল মিয়া, আনছার আলীগংরা লুগাঁও গ্রামের পীর


আব্দুল মন্নানের ছেলে আইয়ুব আলীর মৎস্য ফিসারীর মাছ কারেন্টের জাল দিয়ে চুরি করে নিয়ে যায়। গত ৩০ সেপ্টেম্বর দিবাগত রাতে আইয়ুব আলীর পাহারাদার উল্লেখিত ব্যক্তিরা মাছ চুরিকালে হাতেনাতে ধরলে স্থানীয় চোররা অস্ত্রের মুখে খুন করার হুমকি দেয়। ঐদিন রাতে চোরেরা তেলাপিয়া, ব্রিগেড, সিলভারসহ বিভিন্ন প্রজাতির প্রায় লক্ষাধিক টাকার মাছ চুরি করে জোরপূর্বক নিয়ে যায়। পাহারাদাররা চিৎকার দিয়ে আশপাশের লোকজন এগিয়ে আসে। ফিসারীর তীরে চোরদের ফেলে যাওয়া কারেন্ট জালে আটকানো মাছ পাওয়া যায়। আইয়ুব আলী জানায়, শিয়ানের কঞ্জির উল্লেখিত ব্যক্তিরা তাকে শত্র“তাবশত আর্থিকভাবে ক্ষতি করতে ফিসারীর মাছ চুরি, ফিসারীর তীরের গাছের চারা ভাঙ্গা, হাঁস চুরি অব্যাহত রেখেছে। পুলিশ জানায়, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। চোরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License