বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী বলেছেন, বরাবরই সংঘাত-সংঘর্ষে বিশ্বাসী আওয়ামী লীগ সমযোতার ব্যাপারে আন্তরিক নয়। নজিরবিহীন ছাড় দিয়ে উদারতার সাথে বিরোধী দল এগিয়ে এলেও এর বিনিময়ে সরকার সামান্য সৌজন্যতাটুকু পর্যন্ত দেখাচ্ছে না। এর থেকেই বোঝা যায় ‘তাল গাছ আমার’ নীতিতে বিশ্বাসী আওয়ামী সরকার ইচ্ছে করেই দেশকে অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে।
তিনি বলেন সমযোতার মাধ্যমে সমস্যা সমাধানে এই সরকারের আগ্রহ নেই, এটা দেশবাসীর কাছে আজ পরিস্কার হয়ে গেছে। তাই একরোখা এই সরকারের পতনের জন্য দেশের আপামর জনতা তীব্র গণ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। ফরিদ উদ্দিন চৌধুরী গতকাল বুধবার বিকালে জকিগঞ্জ উপজেলার রতনগঞ্জ বাজারে স্থানীয় জামায়াতে ইসলামী আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। বিশিষ্ট মুরব্বী চেরাগ আলী মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবির নেতা মাহবুবুর রহমান, মাওলানা জামিল আহমদ, হাফিজ মাসুম আহমদ, আপ্তাবুর রহমান, বিশিষ্ট মুরব্বী আব্দুল খালিক, আব্দুল বাকী, ইছাক আলী মেম্বার, আলাই মিয়া, কুতুব আলী প্রমূখ। বিজ্ঞপ্তি
No comments:
Post a Comment