১৮ দলীয় জোট সিলেট মহানগর শাখার উদ্যোগে নগরীর সকল ভোট কেন্দ্রের নবগঠিত সংগ্রাম কমিটির নেতৃবৃন্দের এক সমাবেশ জিন্দাবাজারস্থ শ্যামলী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। জোটের আহবায়ক ও মহানগর বিএনপির সভাপতি এম. এ. হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জোট নেতৃবৃন্দ বলেন, আওয়ামী দুঃশাসনের শৃংখল থেকে জাতিকে মুক্ত করতে এবং এক তরফা নির্বাচনের চক্রান্ত প্রতিহত করতে সংগ্রাম কমিটি গঠন করা হয়েছে। ফ্যাসীবাদী আওয়ামী নেতৃত্বাধীন মহাজোট সরকার মৌলিক গঠনতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে এখন ভোটের অধিকার কেড়ে নিতে চায়। এ জাতির অতীত ইতিহাস আন্দোলন সংগ্রামের ইতিহাস। তাই ষড়যন্ত্র করে আর সংবিধানের দোহাই দিয়ে ১৮ দলীয় জোটকে বাদ দিয়ে কোন নির্বাচন সফল হবে না। বক্তারা বলেন-বর্তমান সরকারের কথা মতো ২৫ অক্টোবর তাদের মেয়াদ শেষ। এমতাবস্থায় কোন ধরনের টালবাহানা না করে জনগণের দাবী নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে।
বক্তারা বলেন-জনদাবীকে উপেক্ষা করে একতরফা নির্বাচনের উদ্যোগ নিলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে। তারা বলেন-২৫ অক্টোবরের কোর্ট পয়েন্টের সমাবেশ শান্তিপূর্ণ হবে। এ সমাবেশে বাধা দিলে রাস্তায় রাস্তায় বেরিয়ে পড়তে হবে। পাড়া মহল্লায় প্রতিরোধ গড়ে তুলতে হবে। তারা ২৫ অক্টোবরের সমাবেশ সফল করতে সিলেটবাসীর প্রতি আহবান জানান।
১৮ দলীয় জোটের সচিব ও মহানগর জামায়াতের নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুন-এর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা: শাহরিয়ার হোসেন চৌধুরী, মহানগর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকী, সিনিয়র সহ-সভাপতি নাসিম হোসাইন, সহ-সভাপতি বদরুজ্জামান সেলিম, তারেক আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শাহীন, আজমল বক্ত চৌধুরী সাদেক, সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান কয়েস লোদী, মুক্তিযোদ্ধা দলের আহবায়ক সালেহ আহমদ খসরু, সদস্য সচিব ডা: নজমুল ইসলাম, হুমায়ুন আহমদ মাসুক, জামায়াতের মহানগরী ভারপ্রাপ্ত আমীর ডা: সায়েফ আহমদ, ভারপ্রাপ্ত সেক্রেটারী মোঃ ফখরুল ইসলাম, জামায়াত নেতা শাহজাহান আলী, আব্দুল্লাহ আল মুনিম, জমিয়তে উলামায়ে ইসলাম মহানগরী সভাপতি মনসুরুল ইসলাম রায়পুরী, খেলাফত মজলিস মহানগর সহ-সভাপতি আব্দুল হান্নান তাপাদার, মহানগর সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল হান্নান, লেবার পার্টি মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, এলডিপি সভাপতি সায়েদুর রহমান চৌধুরী রুপা, ইসলামী ঐক্যজোট মহানগরী সভাপতি মুফতি ফয়জুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি
২৫ অক্টোবরের কোর্ট পয়েন্টের সমাবেশ সফল করুন
Wednesday, October 23, 2013
Labels:
# সুরমা টাইমস
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment