উত্তরপূর্ব ডেস্ক
বিভিন্ন দেশের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও আশেপাশের পরিবেশের ছবি দেখিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদকে আশ্বস্ত করে বলেছেন, পরিবেশের ক্ষতি হয় এমন কোনো কাজ বর্তমান সরকার করবে না। বুধবার সংসদের প্রশ্নোত্তর পর্বে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হকের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, “পরিবেশের কোনো ক্ষতি ইনশাল্লাহ হবে না।” এই প্রশ্নের জন্য জাতীয় পার্টির সাংসদকে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, “আমি আশা করছিলাম, এইরকম একটা প্রশ্ন আসবে।”
পরিবেশবাদীদের বিরোধিতার মধ্যেই গত ৫ অক্টোবর বাগেরহাটের রামপালে ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার এই বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিস্থাপন করেন প্রধানমন্ত্রী। সুন্দরবনের কোনো ক্ষতি শেখ হাসিনা করবে না- এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী ওইদিনও বলেছিলেন, যারা রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতা করছে, তাদের ‘অন্য উদ্দেশ্য’ রয়েছে। বুধবার তিনি বলেন, “কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য পরিবেশ নষ্ট হয়ে যাবে- তা ঠিক কথা নয়। দিনাজপুরে বড়পুকুরিয়ায় কয়লাভিত্তিক বিদ্যুতকেন্দ্র এখন চলছে। সেখানে পরিবেশের কোনো ক্ষতি হয় নাই।”
No comments:
Post a Comment