সাদা মনের মানুষ যামিনী দাশের পরলোক গমন

Wednesday, October 23, 2013

বিশ্বম্ভরপুর প্রতিনিধি

বিশ্বম্ভরপুর উপজেলার বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী, পূজা উৎযাপন পরিষদের উপজেলা আহবায়ক সাদা মনের মানুষ হিসেবে পুরষ্কারপ্রাপ্ত যামিনী কুমার দাশ পরলোক গমন করেছেন। গতকাল ভোর রাত সাড়ে ৩টায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার হয়েছিল ৯২ বছর। তিনি ৩ পুত্র, ৪ মেয়ে, নাতি নাতনী, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।




যামিনী দাশ বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ মাঝাইর গ্রামের জন্ম গ্রহণ করেন। বৈচিত্রময় জীবনকালে তিনি একাধারে শিক্ষানুরাগী, দানশীল ব্যক্তিত্ব, সমাজ সেবক, ধর্ম সেবকসহ বহু সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত বিশ্বম্ভরপুর উপজেলা পূজা উৎযাপন পরিষদের আহবায়ক ছিলেন। তিনি ২০০৮ সালে সাদা মনের মানুষ ও শিক্ষানুরাগী হিসেবে বিভাগীয় খান বাহাদুর আবু নছর মো. ইয়াহিয়া সম্মাননা পদক পান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে, যামিনী দাশের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি নৃপেশ তালুকদার নান্নু, বিশ্বম্ভরপুর উপজেলা শাখার সদস্য সচিব স্বপন কুমার বর্মণ প্রমুখ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License