নবীগঞ্জ থেকে সংবাদদাতা :
বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে সফল ভূমিকার রেখেছে। তথ্য প্রযুক্তিতে পৃথিবী এখন মানুষের হাতের মুঠোয় তাই কম্পিউটার শিক্ষার বিকল্প নেই। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নত হতে পারে না যে জাতি যত বেশী শিক্ষিত সে জাতি তত বেশী উন্নত। তাই শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক ও
সচেতন মহল শিক্ষার মান উন্নয়নে এগিয়ে আসলে সুশিক্ষায় শিক্ষিত হয়ে একটি আলোকিত দেশ গড়া সম্ভব হবে। নবীগঞ্জের নিভৃত এই পল্লীতে কীর্তি নারায়ণ কলেজ প্রতিষ্ঠা করে নজির স্থাপন করেছেন, মেজর (অবঃ) সুরঞ্জন দাশ। উপরোক্ত কথাগুলি প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অশোক মাধব রায় গত শনিবার নবীগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের নিভৃত পল্লী বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের হলিমপুর গ্রামে অবস্থিত কীর্তি নারায়ণ মহাবিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠানে বলেন। বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা হবিগঞ্জ -১ আসনে আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থী মেজর (অবঃ) সুরঞ্জন দাশ। ভারপ্রাপ্ত অধ্যক্ষ আক্তার হোসেন টিটুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অশোক মাধব রায়। এতে বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদুল হক, কলেজ প্রতিষ্ঠাতার সহধর্মিনী অধ্যাপিকা সুপর্ণা দাশ, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী, ইউপি চেয়ারম্যান মেহের আলী মহালদার, সমর চন্দ্র দাশ, নবীগঞ্জ থানার ওসি মোঃ জাহাঙ্গীর আলম, বিবিয়ানা কলেজের প্রভাষক নিপেন্দ্র দাশ, দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়, জে কে হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম, শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক শামিম আহমদ চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল মিয়া, গোপী নারায়ণ চক্রবর্তী ও কলেজ ছাত্রী অঞ্জনা রাণী তালুকদার প্রমুখ।
No comments:
Post a Comment