মেয়েকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হত ভাগ্য পিতা

Thursday, October 24, 2013

আব্দুল হাকিম রাজ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজারে বখাটেদের হাত থেকে মেয়েকে বাঁচাতে গিয়ে লাঠির আগাতে গুরুতর আহত হয়ে এখন মূত্যুর সাথে পাঞ্জা লড়ছে এক হত ভাগ্য পিতা। এলাকাবাসী ও পরিবারের লোকজন তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে (রেজিনং-৪৫০৭৬) ভর্ত্তি করেছেন। এ ব্যাপারে ঘটনার পর মৌলভীবাজার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। মৌলভীবাজার সদর উপজেলাধীন ১২ নং গিয়াসনগর ইউনিয়নের রাধাকান্তপুর ( মাড়কোণা) গ্রামে গত ২ অক্টোবর দুপুরে সংঘটিত এ ঘটনায় থানায় দায়েরী অভিযোগ, গুরুতর আহত হত ভাগ্য বাবা রব্বান মিয়া, নির্যাতিত কন্যা হেলি আক্তার, এবং প্রতিবেশী রঙ্গিলা বেগম, হেলাল মিয়া, মিলাদ হোসেন ও তার পরিবার সূত্রে প্রকাশÑ রাধাকান্তপুর ( মাড়কোণা) এখই গ্রামের বাছিত মিয়ার বখাটে পুত্র শেখ মিয়া (৩০), আতির মিয়ার পুত্র তোয়াহিদ মিয়া (৩৭) , আছকির মিয়ার পুত্র ময়নু মিযা (২৫), গফুর মিয়ার পুত্র ছাদ মিয়া (২৫), ছুরুক মিয়ার পুত্র মুসলিম মিয়া (২৫), খালিক মিয়ার পুত্র নুরুল মিয়া (২৭) ও সন্ত্রাসী কাইযুম মিয়া ( ৩৭) দীর্ঘ দিন থেকে হেলি আক্তারকে কু প্রস্তাব দিয়ে আসছিল। এবং রাস্থায় দেখা হলেই বিভিন্ন ধরনের কু-ইুঙ্গিত ও যৌন উত্তেজনা মূলক কতা বার্তা বললে হেলি আক্তার তার পিতা রব্বান মিয়াকে জানালে- সন্ত্রাসী কাইযুম মিয়া ও বখাঠে শেখ মিয়ার পরিবারকে বিষয়টি অবগত করালে শেখ মিয়া, তোয়াহিদ মিয়া, ময়নু মিযা, ছাদ মিয়া, মুসলিম মিয়া, নুরুল মিয়া আরো ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নেয়ার জন্য মরিয়া হয়ে উঠে এবং সুযোগের অপেক্ষায় থাকে। গত ২ অক্টোবর দুপুরে রব্বান মিয়া বাড়ীতে একা থাকার সুবাধে সেই সুযোগকে কাজে লাগিয়ে সন্ত্রাসীরা প্রথমে অকথ্য বাসায় গালিগালাজ করতে থাকলে হেলি আক্তার তাতে বাঁধা প্রধান করলে কাইযুম মিয়া দরজা ভেঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করে চুলে ধরিয়া কাপড় চোপড় ছিড়িয়া মাটিতে ফেলিয়া এবং শ¬লিতাহানী ঘটানোর চেষ্টা করলে মেয়ের বাবা এসে প্রতিহত করার চেষ্টা করলে তাকে ও অন্যান্যরা তার উপর চড়াও হয়ে কিল ঘুষি মারতে থাকলে সে মাঠিতে লুঠে পড়ে। বেধড়ক মারপিটের একপর্যায়ে ঘরে রক্ষিত ৩০ হাজার টাকা ও তার গলায় থাকা স্বর্নের চেইনটি ছিনিয়ে নেয়। তখন তার শোর-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে রব্বান মিয়া ও তার কন্যা হেলিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সর্বশেষ গত ২৩ অক্টোবর এ রিপোর্ট লেখা পর্যন্ত গুরুতর আহত রব্বান মিয়া দীর্ঘদিন যাবৎ মৌলভীবাজার সদর হাসপাতালে ডাক্তারের পরামর্শে বাড়ীতে চিকিৎসাধীন আছেন এবং মূত্যু পথ যাত্রী হয়ে এখন মূত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। উলে¬্যখ্য থাকা আবশ্যক মোঃ কাইযুম মিয়া ও তার সংঘবদ্ব দলদের বিরুদ্বে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে গত বছরের ২০০৮ সালের ২০ জুলাই ১২ নং গিয়াস নগর ইউপি সাবেক চেয়ারম্যান মোঃ জমসেদ সন্ত্রাসী ও দুস্কৃতিকারীদের বিরুদ্বে জরুরী ভিত্তিতে বিশেষ আইনে ব্যাবস্থা গ্রহনের জন্য মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License