আমাদের সিলেট ডটকম:
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে সোমবার সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা করা হয়নি। সোমবার বেলা দেড়টায় ডাক্তাররা মেয়রের শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিং করেন এবং কেবিনে না নেওয়ার সিদ্ধান্তের কথা জানান। বর্তমানে সিসিইউ থেকে মেয়রকে এইচডি ইউ (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) কক্ষে স্থানান্তর করা হয়েছে।
ব্রিফিংকালে জানানো হয়েছে, মেয়রের শারীরিক অবস্থা ভাল তবে দর্শনার্থী বেশি হওয়াজনিত কারণে তার হার্ট-বিট স্বাভাবিক মাত্রার চেয়ে অনেক বেশি হয়ে গেছে। হার্ট-বিট স্বাভাবিক মাত্রায় রাখার জন্য তারা ইতোমধ্যে প্রয়োজনীয় ওষুধ দিয়েছেন। একইসাথে মেয়রের সাথে যাতে দর্শনার্থীরা সম্পূর্ণরূপে দেখা করতে না পারেন সেজন্য তারা তাকে এইচ ডি ইউ রুমে স্থানান্তর করতে বাধ্য হয়েছেন। ব্রিফিং করেন ইউনাইটেড হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চীফ কনসালটেন্ট ডা: মুমিনুজ্জামান।
মেয়রকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) স্থানান্তর
Monday, April 28, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment