আমাদের সিলেট ডটকম :
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪ কেজি সোনা আটক করেছে কাস্টমস পুলিশ। এ ঘটনায় ১১ জনকে আটকের পর জিজ্ঞাসাবাদ করছে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার বিকেল পৌণে ৪টায় সৌদি আরবের জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তল্লাশি চালিয়ে ৪ কেজি ওজনের ২০টি সোনার বার উদ্ধার করা হয়।
বিমানবন্দর সূত্রে জানায় – আটককৃতরা তারা সবাই মধ্যপ্রাচ্য ফেরত শ্রমিক। এরমধ্যে সিলেট জেলার কানাইঘাট উপজেলার গাছবাড়ির কামাল আহমদের কাছ থেকে ৮ পিস ও সুনামগঞ্জের ছাতকের রফিক আহমদের কাছে থেকে ৩ পিস স্বর্ণ বার উদ্ধার করা হয়। এছাড়া আরো ৯ যাত্রীর কাছ থেকে ১ পিস করে স্বর্ণ উদ্ধার করা হয়। প্রতিটি বারে ২০০ গ্রাম স্বর্ণ রয়েছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমদ স্বর্ণ আটকের সত্যতা নিশ্চিত করে জানান- আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা বৈধভাবে স্বর্ণ এনেছেন কি-না তা কাস্টমস কর্মকর্তারা খতিয়ে দেখছেন।
ওসমানী বিমানবন্দরে ৪ কেজি সোনা আটক
Thursday, May 1, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment