আমাদের সিলেট ডটকম:
সিলেট নগরীসহ বিভাগের বিভিন্ন স্থানে গত রোববার রাতে ভয়াবহ কালবোশেখির ঝড় বয়ে গেছে। সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায় কালবৈশাখী ঝড়ে চারজন নিহত হয়েছেন। এসময় ঝড়ে কয়েক হাজার ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। সিলেট আবহাওয়া দফতর ঝড়ের সর্বোচ্চ গতিবেগ রেকর্ড করেছে ঘণ্টায় ৮২ কিলোমিটার। রাত ১২টা ৪৮ মিনিট থেকে ১২ টা ৫২ মিনিট পর্যন্ত দক্ষিণ-পশ্চিম দিক থেকে বয়ে যাওয়া ঝড়ের গতিবেগ ছিলো ঘণ্টায় ৮২ কিলোমিটার। সিলেট ছাড়াও বিভাগের অন্যান্য জেলায়ও কালবোশেখীর ঝড় বয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। নগরীর বিভিন্ন স্থানে ঝড়ে প্রচুর গাছ-পালা উপড়ে পড়েছে। বিভিন্ন স্থানে ঝড়ে বিপুল পরিমাণ গাছও ভেঙ্গে পড়ে। নগরীর আম্বরখানা সরকারী কলোনির প্রাইমারী স্কুলের একটি গাছ ভেঙ্গে বৈদ্যুতিক তারের উপর পড়লে তার ছিঁড়ে যায়। গাছটি বিমানবন্দর সড়কের উপর পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। ফলে আম্বরখানা কলোনির সামন থেকে চৌকিদেখি পর্যন্ত ট্রাকের একটি দীর্ঘ লাইন তৈরি হয়ে যায়। পাঠানটুলাসহ বিভিন্ন স্থানে রাস্তায় গাছ ভেঙ্গে পড়েও চলাচল বাধাগ্রস্থ হয়। নগরীর বিভিন্ন স্থানে অনেকগুলো বিজ্ঞাপনের বিলবোর্ড ভেঙ্গে পড়ে যায়। নগরীর বিভিন্ন বিল্ডিংয়ের কাঁচের গ্লাস ভেঙ্গে যায়। নগরীর দরগা গেইটে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের পুরনো চারতলা ভবনের টিনের চালের বেশ কিছু টিন উড়ে যায়। নগরীর বিভিন্ন রাস্তায় বাসাবাড়ী থেকে উড়ে আসা টিন পড়ে থাকতে দেখা যায়। ঝড়ের গতি কমে আসলে লোকজনকে নিজেদের টিন কুড়াতে দেখা যায়। কালবোশেখি চলাকালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানে স্থানে বিদ্যুতের লাইন ছিঁড়ে পড়ে। বিদ্যুৎ সরবরাহ কখন স্বাভাবিক হবে, তা জানা যায়নি। তবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে রাতে বিদ্যুৎ বিভাগের লোকজন কাজ করে যাচ্ছিল।
এদিকে, সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায় কালবৈশাখী ঝড়ে চারজন নিহত হয়েছেন। এসময় ঝড়ে কয়েক হাজার ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে কয়েক হাজার গাছ-পালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। রোববার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- ধর্মপাশা গুললা রাজাপুর এলাকার কাচুমিয়া (৩৫), বেবি আক্তার (০৮), সুখাই রাজাপুর এলাকার সান্চু মিয়া (৬৫), দক্ষিণ বংশীকুণ্ডা এলাকার দুদু মিয়া (৪০)।
এলাকাবাসী জানান, রাত ১২টার দিকে জেলার তিন উপজেলা দ.সুনামগঞ্জ, ধর্মপাশা ও বিড়াইয়ে কালবৈশাখী ঝড় হয়। এসময় ঝড়ে কয়েক হাজার ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। কয়েক হাজার গাছ-পালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়।এ ঘটনায় ধর্মপাশা উপজেলায় ঘর চাপায় ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছে। এতে ২ শতাধিক লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে বলে জানান তারা। ঝড়ের কারণে ধর্মপাশা, বিড়াই, দক্ষিণ সুনামগঞ্জ, জগন্নাথপুর উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে জানান তারা।
সিলেটে কালবোশেখির ঝড়ে নিহত ৪ বিদ্যুৎ বিপর্যয়
Monday, April 28, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment