অপহরণ ঠেকাতে পুলিশের ‘এন্টি কিডন্যাপিং স্কোয়াড’

Saturday, May 3, 2014

আমাদের সিলেট ডেস্ক: অপহরণ প্রতিরোধে বিশেষ একটি দল গঠন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

৪০ জন সদস্য নিয়ে গঠিত ‘এন্টি কিডন্যাপিং স্কোয়াড’ নামে নতুন এই শাখা গতকাল শনিবার থেকে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের যুগ্মকমিশনার মনিরুল ইসলাম।

অতিরিক্ত উপ-কমিশনার ছানোয়ার হোসেনকে প্রধান করে গঠিত এই দলে দুজন সহকারী পুলিশ কমিশনার থাকছেন।

মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম বলেন, অপহরণ পূর্ববর্তী কার্যক্রম এবং সব ধরনের সহযোগিতা এই দল থেকে পাওয়া যাবে।

এই শাখার সহযোগিতা পেতে অথবা যে কোনো তথ্য জানাতে চারটি ফোন নম্বর দেয়া হয়েছে । সেগুলো হলো- ০১৭১৩৩৯৮৩২৭,০১৭১৩৩৯৮৬১৯, ০১৭১৩৩৭৩২১৪ ও ০১৭১৩৩৭৩২১৬।

অপহরণের কয়েকটি ঘটনা এর আগে ঘটলেও নারায়ণগঞ্জে সাতজনকে তুলে নিয়ে হত্যার পর নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী।

অপহরণ ঠেকাতে রাজধানীরসহ দেশের বিভিন্ন শহরে সিসি ক্যামেরা স’াপনের কথা ইতোমধ্যে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License