আমাদের সিলেট ডটকম:
পরিবহন শ্রমিককে মারধর করার প্রতিবাদে ছাতকের গোবিন্দগঞ্জে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে অটোটেম্পু-অটোরিক্সা শ্রমিকরা। শনিবার দুপুর ১টা থেকে বেলা ২টা পর্যন্ত একঘন্টা সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ এলাকায় এ অবরোধ পালন করা হয়। অবরোধ চলাকালে সড়কের উভয়পাশে শ’শ’ যাত্রী ও মালবাহী গাড়ী আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি করে। আটকা পড়া গাড়ীতে যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হয়। দুর্বিষহ গরমে যাত্রীরা গাড়ী থেকে নেমে রাস্তায় গাছের ছায়ায় অবস্থান নিতে দেখা গেছে। শিশু ও মহিলা যাত্রীরা অনেকেই অসুস্থতা বোধ করছিলেন। খবর পেয়ে ছাতক থানার অফিসার্স ইনচার্জ শাহজালাল মুন্সি ঘটনাস’লে উপসি’ত হয়ে শ্রমিকদের শান্তনা দিলে তারা অবরোধ তুলে নেয়।স্থানীয়রা জানান,শুক্রবার বিকেলে লামাকাজি এলাকার ফোরষ্ট্রোক চালক ফয়জুল অবৈধভাবে যাত্রী পরিবহনের চেষ্টা করলে গোবিন্দগঞ্জ ষ্ট্যান্ডের চালকরা এতে বাঁধা দেয়। এ ঘটনায় ফয়জুলের সাথে চালকদের হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। শনিবার সকালে লামাকাজি এলাকায় গোবিন্দগঞ্জের গাড়ীসহ চালকদের আটক ও মারধর করে লামাকাজি আ.লীগ নেতা রইছ আলীর পুত্র ফয়জুল ও ফখরুল। খবর পেয়ে বিষয়টি নিস্পত্তির লক্ষ্যে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী, ছাতক উপজেলা আ.লীগের লুৎফুর রহমান সরকুম, গোবিন্দগঞ্জ লেগুনা ষ্ট্যান্ডের ম্যানেজার আমির আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ লামাকাজি পৌছলে ফখরুল ও ফয়জুলের নেতৃত্বে স্থানীয় চালকরা তাদের লাঞ্ছিত করে। এ ঘটনার প্রতিবাদে গোবিন্দগঞ্জ এলাকায় অবরোধ কর্মসূচি পালন করা হয়। এ ব্যাপারে ছাতক থানার অফিসার্স ইনচার্জ শাহজালাল মুন্সি জানান, ঘটনাস্থলে পৌছে তাৎক্ষনিক অবরোধ তুলে দেয়া হয়েছে। অবরোধ তুলে দেয়ায় সিলেট-সুনামগঞ্জ সড়কে যানচলাচল স্বাভাবিক হয়ে উঠে।
চালককে মারধরের ঘটনায় ছাতকের গোবিন্দগঞ্জে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ
Saturday, May 3, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment