সিলেটে কেয়া চৌধুরী এমপির বিশাল সংবর্ধনা: জননেত্রী শেখ হাসিনার সাহসীকতায় দেশে আজ গণতন্ত্র পূর্ণতা লাভ করেছে – এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ

Tuesday, April 29, 2014

আমাদের সিলেট ডটকম:

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, আওয়ামীলীগ গণমানুষের সংগঠন। গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি রাজনৈতিক দল। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসীকতায় বাংলাদেশে আজ গণতন্ত্র পূর্ণতা লাভ করেছে। নেত্রী অসম্ভবকে সম্ভব করে বিশ্বের ইতিহাসে স’ান করে নিয়েছেন। লৌহ মানব হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছেন। আমাদের এই অর্জনকে তৃণমূল পর্যায়ে মানুষের কাছে পৌছে দিতে হবে।

তিনি গতকাল ২৮ এপ্রিল সোমবার সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক সংরৰিত মহিলা আসন ৩২৮ সিলেট ও হবিগঞ্জের দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা, সাবেক সাংসদ কমান্ডেন্ট মানিক চৌধুরীর কন্যা এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হকের সভাপতিত্বে ও মহানগর শাখার যুগ্ম আহ্বায়িকা আছমা কামরানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সাবেক গণপরিষদ সদস্য মুহম্মদ আশরাফ আলী, সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, জালালাবাদ গ্যাস লিঃ এর পরিচালক মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর আব্দুল খালিক, দৰিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু জাহিদ, জেলা মহিলা লীগের সম্পাদিকা র্ববি ফাতেমা ইসলাম, মহানগর শাখার আহ্বায়িকা কাউন্সিলর শাহানা বেগম, যুগ্ম আহ্বায়িকা আলহাজ্ব সালমা বাছিত, দপ্তর সম্পাদিকা সাবেক কাউন্সিলর এডভোকেট সালমা সুলতানা, কাউন্সিলর জাহানারা বেগম মিলন, মহিলা আওয়ামীলীগ নেত্রী আছিয়া শিকদার, তাহমিনা খানম, জৈন্তাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান জয়মতি রাণী, হামিদা খান, নারী মুক্তিযোদ্ধা রোকেয়া বেগম প্রমুখ। শুর্বতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন রোকেয়া বেগম, গীতা পাঠ করেন মাধুরী গুণ।

সংবর্ধনার জবাবে এডভোকেট কেয়া চৌধুরী এমপি বলেন, আমি একজন সমাজসেবক, আমি মুক্তিযোদ্ধা সন্তান, বঙ্গবন্ধুর সৈনিক। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দেয়ায় আমি তার কাছে কৃতজ্ঞ। আমি জনগণের পাশে থেকে কাজ করতে চাই। জনগণের জন্য দায়বদ্ধতা আমার রাজনীতির প্রধান কাজ। সকল দলাদলী ও কোন্দলের উর্ধ্বে উঠে আমাকে কাজ করতে হবে। সিলেটের কৃতি সন্তান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিৰামন্ত্রী নুর্বল ইসলাম নাহিদ ও সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী আমাদের অহংকার। তাদের কর্মদৰতায় জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দেশকে বিভিন্ন ৰেত্রে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশ আজ বিশ্বের কাছে মধ্যম আয়ের দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। এজন্য আমরা সকলেই গর্বিত। আমি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।

এর আগে জেলা ও মহিলা আওয়ামীলীগ, সিলেট বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থা, দৰিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা স্বেচ্ছাসেবক লীগ, যুক্তরাজ্য শাখা যুবলীগের পৰ থেকে কেয়া চৌধুরী এমপিকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License