আমাদের সিলেট ডটকম:
সিলেট নগরীর মানিকপীর রোড থেকে সাবেক এক ওয়ার্ড কমিশনারের গাড়ি আটকে সাড়ে ৮ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দুপুরে মানিকপীর কবরস্থানের সামনের রাস্তায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার সিলেট পৌরসভার সাবেক কমিশনার কামাল আহমদ জানান, বেলা ১টার দিকে তিনি নগরীর নয়াসড়ক এলাকায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে ৯ লাখ টাকা উত্তোলন করে প্রাইভেট কারযোগে বাসায় ফিরছিলেন। মানিকপীর কবরস্থানের সামনে আসার পর ৪টি মোটর সাইকেলে কয়েকজন ছিনতাইকারী এসে তার গাড়ির গতিরোধ করে। পরে তাকে এক ছিনতাইকারী ছুরিকাঘাতের চেষ্টা করে।কিন্তু ছোরার আঘাত তার শরীরে পড়েনি।একপর্যায়ে ছিনতাইকারীরা তার কাছ থেকে সাড়ে ৮ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।ছিনতাইর খবর পেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি এজাজ, কোতোয়ালী থানার সহকারী পুলিশ কমিশনার, থানার ওসি আতাউর রহমান ও ডিবি পুলিশের দল ঘটনাস’লে ছুটে যায়। পুলিশ সেখান থেকে এক ছিনতাইকারীর ফেলে যাওয়া এক পাটি জুতা জব্দ করলেও ছিনতাইকারী বা ছিনিয়ে নেয়া কোন টাকা উদ্ধারের কোন খবর পাওয়া যায়নি।
এ ব্যাপারে কোতয়ালী থানার ওসি আতাউর রহমান বাবুল জানান, ছিনতাইকারীদের গ্রেফতারে জোর পুলিশী তৎপরতা চলছে। ছিনতাইর ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন সাবেক কমিশনার কামাল আহমদ।
সিলেটে সাবেক পৌর কমিশনার ছিনতাইর শিকার সাড়ে ৮ লাখ টাকা লুট
Wednesday, April 30, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment