আমাদের সিলেট ডটকম:
দক্ষিণ সুরমায় খবর দিয়ে এনে সিরাজগঞ্জের আবুল কাশেমকে খুনের রহস্য উদঘাটন করেছে র্যাব-৯। হত্যাকান্ডের সাথে জড়িত ঘাতক স্বামী-স্ত্রীকেও গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বৈশাকান্দি গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে- দক্ষিণ সুরমা উপজেলার রায়গ্রামের বাসিন্দা জহিরুল ইসলাম ও তার স্ত্রী রুজিনা খাতুন। তাদের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার চৌহালীতে। গ্রেফতারের পর র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামী-স্ত্রী এ হত্যাকান্ডের কথা স্বীকার করেছে। গতকাল শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান র্যাব-৯ এর অধিনায়ক মুফতি মাহমুদ খান।
র্যাব অধিনায়ক জানান, সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার চরসলিয়াবাদ গ্রামের মৃত মোঃ সিকান্দর আলীর পুত্র কাঠ ব্যবসায়ী মোঃ আবুল কাশেমের সাথে লেনদেন ছিল জহিরুলের। ৬ মাস পূর্বে কাশেমের কাছ থেকে ১ লাখ টাকা ঋণ নেয় জহিরুল। পাওনা টাকা ফেরত দিতে চাপ দিলে জহিরুল গত ২২ এপ্রিল কাশেমকে ফোনে খবর দিয়ে সিলেট নিয়ে আসেন। এরপর কাশেমকে আটকে রেখে ফোনে তার পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। কাশেমকে গত ২৩ এপ্রিল রাতে জহিরুল চেতনানাশক ঔষধ খাইয়ে অজ্ঞান করে তার স্ত্রী রুজিনা নির্মমভাবে তাকে খুন করে বাড়ির সেফটি ট্যাংকে ফেলে পালিয়ে যায়। জহিরুল ও তার স্ত্রী সমুজ মিয়ার বাড়িতে ভাড়াটে হিসেবে বসবাস করত।
উল্লেখ্য, ২৭ এপ্রিল দক্ষিণ সুরমার রায়গ্রামের সমুজ মিয়ার বাড়ির সেফটি ট্যাংক থেকে কাশেমের লাশ উদ্ধার করা হয়।
সিলেট আবুল কাশেম হত্যাকান্ডের রহস্য উদঘাটন, ঘাতক স্বামী-স্ত্রী গ্রেফতার
Friday, May 2, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment