আমাদের সিলেট ডটকম: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে ভাতিজার ঘুষিতে চাচার মৃত্যু হয়েছে। নিহত চাচার নাম নজির আলী (৬০)। তিনি উপজেলার চিলাউড়া-হলিদপুর ইউনিয়নের গাধিয়াল গ্রামের মৃত জবান আলীর ছেলে। গতকাল শনিবার সকাল ১০টায় পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এঘটনার পর থেকে ঘাতক ভাতিজা এমরান আলী পলাতক রয়েছেন।স্থানীয়রা জানায়,পূর্ব বিরোধের জের ধরে গত শুক্রবার রাত সাড়ে ৯টায় চাচা নজির আলীর সাথে ভাতিজা এমরান আলীর কথা কাটাকাটি হয়।এক পর্যায়ে দুজন হাতাহাতিতে লিপ্ত হন। এসময় ভাতিজার উপরযুপরি কিল-ঘুষিতে চাচা নজির আলী মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে প্রতিবেশীরা আহত নজির আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন। এব্যাপারে জগন্নাথপুর থানার ওসি আসাদুজ্জামান বলেন,লাশের গায়ে কোন আঘাতে চিহ্ন পাওয়া যায়নি তাই ময়না তদন্ত রিপোর্ট ছাড়া এব্যাপারে আপাদত কিছু বলা যাবেনা। এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment