আমাদের সিলেট ডটকম:
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে এক সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিতসকরা। বর্তমানে মেয়র আরিফুল হক চৌধুরী ঢাকার ইউনাইটেড হাসপাতালের কেবিনে চিকিতসাধীন অবস্থায় আছেন। তার শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি হয়েছে। তিনি স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া, চলাফেরা এবং কথা বলতে পারছেন।এদিকে মেয়রের পারিবারিক সুত্র জানিয়েছে,সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহেই সিলেটে নিয়ে আসা হতে পারে মেয়রকে।
এদিকে মেয়রের শারীরিক অবস্থার খোঁজ নিতে ইউনাইটেড হাসপাতালে বুধবার সন্ধ্যায় দেখা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি কিছুক্ষন মেয়রের কেবিনে অবস্থান করেন এবং মেয়রের সাথে কথা বলেন।অসুস্থ হয়ে ভর্তি হওয়ার পর দ্বিতীয়বারের মতো ইউনাইটেড হাসপাতালে গিয়ে মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে দেখা করলেন মির্জা ফখরুল ইসলাম।
এদিকে আরও যারা মেয়রের সাথে দেখা করেছেন তাদের মধ্যে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান,বিএনপির চেয়ারপার্সনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা শমসের মুবিন চৌধুরী, সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান ও সেলিমা রহমান, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন, বিএনপি চেয়ারপার্সনের মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা এনামুল হক চৌধুরী, ইমরান আহমদ এমপি, সাবেক এমপি হাফিজ আহমদ মজুমদার, কলিম উদ্দিন মিলন, নাজির হোসেন ও শাম্মী আকতার, সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরী।
আ্গামী সপ্তাহেই সিলেট আসার সম্ভাবনা,বিশ্রামে থাকতে হবে সিলেট সিটি মেয়রকে
Wednesday, April 30, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment