আমাদের সিলেট ডটকম:
শ্রীমঙ্গল শহরে আলী ট্রেড্রার্সের দুই ম্যানেজারকে কুপিয়ে আট লাখ টাকা ছিনতাই করেছে দুবৃর্ত্তরা।আহত ম্যানেজার মো. কাশেম জানান, শনিবার রাত ১০ টায় শ্রীমঙ্গল শহরের মিশন রোডে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় যাওয়ার পথে দুর্বৃত্তরা ২টি মোটর সাইকেলে করে এসে ম্যানেজার মো. ইসহাককে (৪০) গুরুতর আহত করে টাকার ব্যাগ নিয়ে যায়। এরপর সে বাধা দিলে তাকেও তারা কুপিয়ে আহত করে। আশংকা জনক অবস্থায় মো. ইসহাককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে আলী ট্রেড্রার্সের মালিক মো. শাকিল আহমেদ জানান, ৩ মে শনিবার রাতে দোকানের মাল বিক্রির নগদ টাকা দুইজন ম্যানেজার একটি ব্যাগে নিয়ে বাসায় যাচ্ছিলেন। এসময় দুটি মোটর সাইকেলে ৫ দুর্বৃত্ত এসে বাসার সামনেই তাদের দু’জনকে কুপিয়ে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।শাকিল আরো বলেন, ব্যাগে প্রায় ৮ লাখ টাকা ক্যাশ ছিল। দোকানের ক্যাশ মেলানোর পর টাকার প্রকৃত অংক বলা যাবে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এছাড়া শহরে টহল জোরদার করা হয়েছে। আর এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
অপরদিকে একই সময়ে শ্রীমঙ্গল উপজেলার কালাপুর বাজারে দুর্বৃত্তরা জম্মুন আহমেদ (১৬) নামের এক কিশোর ব্যবসায়ীকে মারধোর করে নগদ ৭ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে গেছে। তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জম্মুনের বাবা কনর আলী দফাদার জানান, শনিবার রাত ১০ টার দিকে জুম্মন বাড়িতে ফেরার পথে এ ঘটনা ঘটে। আহত জুম্মন কালাপুর বাজারের ব্যবসায়ী।
No comments:
Post a Comment