আমাদের সিলেট ডটকম:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়কবৃন্দের এক সভা গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় নগরীর একটি কমিউনিটি সেন্টারে জেলা আহ্বায়ক এডভোকেট এম নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বিভিন্ন উপজেলা এবং পৌর কমিটির সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে এবং সংগঠনকে গতিশীল করার স্বার্থে কানাইঘাট উপজেলা এবং পৌর, জকিগঞ্জ উপজেলা এবং পৌর, কোম্পানীগঞ্জ, জৈন্তিয়াপুর, গোয়াইনঘাট উপজেলার কমিটি বিলুপ্তি ঘোষণা করে যথাক্রমে সাবেক সাংসদ আব্দুল কাহের চৌধুরীকে কানাইঘাট উপজেলা, সাবেক চেয়ারম্যান ইফজালুর রহমানকে কানাইঘাট পৌর, উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরীকে জকিগঞ্জ উপজেলা, এডভোকেট কাওছার রশিদ বাহারকে জকিগঞ্জ পৌর, হাজী সিকন্দর আলীকে কোম্পানীগঞ্জ উপজেলা, সাবেক চেয়ারম্যান আব্দুল মতিনকে জৈন্তিয়াপুর উপজেলা এবং উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরীকে গোয়াইনঘাট উপজেলার আহ্বায়ক নিযুক্ত করে প্রতিটি উপজেলায় ২১ সদস্য বিশিষ্ট এবং পৌর কমিটিতে ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী উক্ত আহ্বায়ক কমিটি আগামী এক মাসের মধ্যে প্রতিটি ওয়ার্ড এবং ইউনিয়নের সম্মেলন সমাপ্ত করে উপজেলা এবং পৌর সম্মেলন আয়োজনের নির্দেশ দেয়া হয়। উক্ত উপজেলাগুলো এবং পৌর শাখার অন্তর্গত সকল স্তরের নেতাকর্মীকে উপরোক্ত কমিটিকে সহযোগিতার মাধ্যমে জাতীয়তাবাদী শক্তির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্মেলন সমাপ্ত করার অনুরোধ করা হচ্ছে।
সিলেট জেলা বিএনপির ৭টি সাংগঠনিক উপজেলা ও পৌর কমিটি গঠন
Saturday, May 3, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment