আমাদের সিলেট ডটকম:
গোয়াইনঘাট উপজেলায় মাদ্রাসা ছাত্রকে অমানবিকভাবে পিঠিয়ে চাঁদা ও মুক্তিপণ দাবির ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
আটক মিসবাহ উদ্দিন উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের হাটগ্রামের মৃত সৈয়দ মিয়ার পুত্র বলে জানায় পুলিশ। গত মঙ্গলবার ভোররাতে গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবের নেতৃত্বে পুলিশের এক অভিযানে তাকে নিজ ঘর থেকে গ্রেফতার করা হয়। পরে দুপুরে তাকে আদালতের মাধ্যমে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।
পুলিশ সূত্র জানায়, হাটগ্রামের মাদ্রাসা ছাত্র শামীম আহমদকে একই গ্রামের মিসবাহ উদ্দিনসহ কয়েকজন পিঠিয়ে গুরুতর আহত করে বন্দি করে রাখেন। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় মাদ্রাসা ছাত্রের বড় ভাই বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলা নং-১৯। পরে পুলিশ প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে আসামী গ্রেফতারে পৃথক অভিযান চালায়। মঙ্গলবার ভোররাতে মামলার প্রধান আসামী মিসবাহকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
প্রসঙ্গত: ডৌবাড়ি ইউনিয়নের হাটগ্রাম এলাকার মৃত হাজি রুকন মিয়ায় ছেলে ঢাকাদক্ষিণ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র শামীমকে পিঠিয়ে গুরুতর আহত করে এবং মুক্তিপন চাঁদা দাবি করেছিলো মিসবাহ সহ কয়েকজন। এ ঘটনায় মিসবাহ ছাড়াও আরও আসামীরা হলেন- মৃত আব্দুল ওয়াহিদের ছেলে বশির উদ্দিন (৪২) ও ফারুক আহমদ (৩৫), মৃত ফয়জুল হকের ছেলে ইমাম উদ্দিন (৩৫), মৃত চাঁন মিয়ার ছেলে জমির উদ্দিন।
গোয়াইনঘাটে মাদ্রাসা ছাত্র পিঠিয়ে মুক্তিপণ দাবির ঘটনার প্রধান আসামী গ্রেফতার : কারাগারে প্রেরণ
Wednesday, April 30, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment