আমাদের সিলেট ডটকম:
প্রশাসনের হস্তক্ষেপে দক্ষিণ সুরমায় ইসলামী আন্দোলন ও আহলে হাদীসের বিবদমান দু’টি গ্রুপ সংঘর্ষ থেকে রক্ষা পেলো। এ নিয়ে উভয় দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করলেও পুলিশের হস্তক্ষেপে কোন গ্রুপই নির্ধারিত স্থানে জমায়েত হতে পারেনি।
স্থানীয় সূত্রে জানা যায়,ইসলামী আলোচনা ২০১৪ নামে আহলে হাদীসের নেতাকর্মীরা গত ২৬ এপ্রিল শনিবার বাদ আসর দৰিণ সুরমা উপজেলার কদমতলী মুক্তিযোদ্ধা চত্বরে প্রশাসনের কোন অনুমতি ছাড়াই এক সমাবেশ করার জন্য সব ধরনের প্রস’তি গ্রহণ করে। কিন্তু আহলে হাদীসের সমাবেশ বন্ধের দাবীতে এলাকার জনগণ ঐক্যবদ্ধ হয়ে প্রচেষ্টা করেও সমাবেশের কার্যক্রম বন্ধ না করায় উপরন্ত আহলে হাদীসে সমাবেশ যে কোন মূলে করা হবে বলে নেতাকর্মীরা ঘোষণা দিয়ে প্রচারপত্র বিলি করতে থাকেন। এর পরপরই ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের উদ্যোগে আহলে হাদীসের সমাবেশ বন্ধের দাবীতে একই সময় একই স্থানে প্রতিরোধ কর্মসূচী ঘোষণা করে এবং ইসলামী আন্দোলন সিলেট মহানগর সেক্রেটারী ডা. রিয়াজুল ইসলাম রিয়াজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। পরে নেতৃবৃন্দ সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম রোকন উদ্দিনের সাথে দেখা করে কদমতলী মুক্তিযোদ্ধা চত্বরে আহলে হাদীসের সমাবেশ বন্ধ করার দাবী জানান। এরই পরিপ্রেৰিতে তিনি বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে শনিবারের মুক্তিযোদ্ধা চত্বরের সমাবেশ বন্ধে দ্র্বত ব্যবস্থা গ্রহণ করেন। যার ফলে সম্ভাব্য বড় ধরনের সংঘর্ষ মুহূর্তের মধ্যেই বন্ধ হয়ে যায়।
আহলে হাদীসের সমাবেশ বন্ধ করার জন্য ইসলামী আন্দোলন কেন পাল্টা কর্মসূচী দিলো এ ব্যাপারে জানতে চাইলে মহানগর সেক্রেটারী ডা. রিয়াজ বলেন, আহলে হাদীসের নেতাকর্মীরা দীর্ঘদিন যাবৎ আহলে সুন্নত ওয়াল জামাতের সাথে কোন বৈঠকে না বসে আমাদের মাযহাব ও মাযহাবের ইমাম ও পীর মুরিদী সহ আমাদের প্রত্যহিক আমল নিয়ে ইসলামের নামে বিভ্রান্তি সৃষ্টি করে আসছে। সম্প্রতি ৪নং কুচাই ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামে তারা ইসলামের নামে একটি আলোচনা সভা করতে চাইলে ৪নং কুচাই ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম সহ স্থানীয় জনগণ ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করেন। এমন কি আহলে হাদীস সিলেটের নেতৃবৃন্দরা চরমোনাই পীর সাহেবকে ভ্রান্ত মতবাদের বলেন। কিন্তু তাদের সাথে হক বাতিল প্রমাণের জন্য আমরা বৈঠকে বসতে চাইলে তারা রাজি না হয়ে বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য প্রচার জন্যই আমরা সমাবেশ বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। বিজ্ঞপ্তি
পুলিশ কমিশনারের হস্তৰেপে দক্ষিণ সুরমায় সংঘর্ষ থেকে রক্ষা পেলো দু’টি ইসলামী সংগঠন
Sunday, April 27, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment