বিদ্যুতের দাবিতে আম্বরখানায় সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ

Wednesday, April 30, 2014

আমাদের সিলেট ডটকম:

বিদ্যুতের দাবিতে নগরীর আম্বরখানা এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। বুধবার দুপুর ১২টায় আম্বরখানা পয়েন্টে টায়ার জ্বালিয়ে এ অবরোধ পালন করা হয়। প্রায় আধা ঘন্টার অবরোধে চারটি রাস্তায় যান চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরে সিলেট সিটি করপোরেশেনের ৪ নং ওয়ার্ড কাউন্সিল রেজাউল হাসান কয়েছ লোদীসহ বিদ্যুৎ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা নুরুল আমিন ঘটনাস’লে উপসি’ত হন। এ সময় বিকালের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেয়ার আশ্বাস দেয়া হয়। পরে অবরোধ তুলে নেয়া হয়।

কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী জানান, গত রবিবার রাতের ঝড়ে আম্বরখানা মনিপুরী বসি- সহ আশপাশের এলাকার ট্রান্সফরমার বিকল হয়ে যায়। গত ৩ দিন থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকাবাসী বিদ্যুৎ বিভাগে অভিযোগ দেয়ার পরও ট্রান্সফরমার পরিবর্তন করা হয়নি। তাই এলাকাবাসী টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। পরে আমিসহ বিদ্যুৎ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস’লে উপসি’ত হয়ে বিকালের মধ্যে ট্রান্সফরমার পরিবর্তন করে বিদ্যুৎ সংযোগ দেয়ার আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেন।

এসময় বিমান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এ জামানের নেতৃত্বে এক দল পুলিশ রাস্টার টায়ার সরিয়ে নেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

তবে রহস্যজনক কারণে বিদ্যুৎ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা জনগণের দাবীতে সাড়া দিচ্ছেন না।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License