মানবজমিন: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম আগে থেকেই নিজের জীবন নিয়ে শঙ্কায় ছিলেন। তিনি তার সম্ভাব্য ঘাতকদের বিষয়ে আঁচ করতে পেরেছিলেন। আর এ শঙ্কা নিয়েই নিজের নিরাপত্তা দাবি করেছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে। অপহরণ হওয়ার এক সপ্তাহ আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় গিয়ে শঙ্কার কথা জানিয়েছিলেন তিনি। বলেছিলেন, কারা তাকে খুন করার পরিকল্পনা করছে। তাদের নামও বলেছিলেন। গুম হওয়ার পর নজরুলের স্ত্রী-সন্তানরাও গিয়েছিলেন প্রতিমন্ত্রীর বাসায়। এসময় মন্ত্রী নিজেই জানিয়েছিলেন যে, নজরুল আগে তাকে জীবন শঙ্কার কথা জানিয়েছিলেন। গতকাল এ বিষয়ে জানতে চাইলে নিহত নজরুল ইসলামের শ্বশুর শহিদুল ইসলাম বলেন, নজরুল আগেই জানতো তাকে হত্যা পরিকল্পনা করা হচ্ছে। তা জানতে পেরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে গিয়েছিল। সে গুম হওয়ার পর আমরাও গিয়েছিলাম। কান্নাকাটি করেছি। কোন কাজ হয়নি। আমরা নজরুলকে ফিরে পেয়েছি। সরকার ফিরিয়ে দিতে পারেনি। শীতলক্ষ্যা নদী ফিরিয়ে দিয়েছে। পরিবারের সদস্যদের কাছেও নজরুল শঙ্কার কথা জানিয়েছিলেন উল্লেখ করে শহিদুল ইসলাম বলেন, আমাদেরও সে বলেছে যে নূর হোসেন একটি শক্তি দিয়ে তাকে হত্যা করতে পারে। এদিকে নজরুল ইসলামের স্ত্রী সেলিনা হোসেন গতকাল হত্যাকা-ের বিচার দাবি করে মানবজমিনকে বলেন, হত্যাকারীরা খুবই শক্তিশালী। তারা ৭টি মানুষকে খুন করে নদীতে ফেলে দিয়েছে। কিন্তু কেউ দেখেনি। কোন আলামতও রাখেনি। যে বা যারাই এ ঘটনার সঙ্গে জড়িত আমরা তাদের বিচার চাই।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment