আমাদের সিলেট ডটকম:
নগরীর শেখঘাট এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন এক ব্যাডমিন্টন খেলোয়াড়।
শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে শেখঘাট এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
আহত ব্যাডমিন্টন খেলোয়াড়ের নাম ময়নুল ইসলাম মুন্না (২০)। তিনি দক্ষিণ সুরমার বরইকান্দি কাজিরখলা গ্রামের কামাল মিয়ার পুত্র।
গুরুতর আহত অবস্থায় মুন্নাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত মুন্নার চাচা ও কৃতি ব্যাডমিন্টন খেলোয়াড় শিব্বির আহমদ জানান, মুন্না আজ বিকেলে নিয়মিত অনুশীলনের জন্য স্টেডিয়ামে যাবার জন্য বাড়ি থেকে বের হন। কাজিরবাজার খেয়া পার হয়ে শেখঘাটস্থ সরকারী স্টাফ কোয়ার্টারের সামনে পৌছালে ৩/৪ জন যুবক পেছন থেকে তার উপর হামলা চালায়। হামলাকারীরা মুন্নাকে উপর্যুপরী ছুরিকাঘাত করে আহত করে। এ সময় মুন্না হামলার কারণ জানতে চাইলে হামলাকারীরা বলেন, কারণ পরে জানবি। এরপর হামলাকারীরা দ্রুত লামাবাবাজারের দিকে পালিয়ে যায়। ছুরিকাঘাতে মুন্নার হাতে ও পেটে গুরুতর জখম হয়েছে। পরে স্থানীয় জনতার সহায়তায় মুন্নাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।
শিব্বির জানান, জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত এক ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবার কথা আগামীকাল। ঐ খেলায় ফাইনালের একটি টিমের খেলোয়াড় হিসেবে অংশ নেয়ার কথা মুন্নার।
খবর পেয়ে কোতয়ালী থানার পুলিশ ওসমানী হাসপাতাল পরিদর্শণ করেছে। ঘটনা তদন্তের দায়িত্বপ্রাপ্ত কোতয়ালী থানার এসআই আব্দুর রকিব জানান, মুন্নার কাছ থেকে প্রাথমিক জবানবন্দি গ্রহণ করা হয়েছে। আসামীদের চিহ্নিত করতে ইতোমধ্যে পুলিশী তদন্ত শুরু হয়েছে।
সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ব্যাডমিন্টন খেলোয়াড় গুরুতর আহত
Friday, May 2, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment