আমাদের সিলেট ডটকম:
ঢাকায় চিকিৎসাধীন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী হাসপাতাল ত্যাগ করেছেন। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকরা বৃহস্পতিবার সন্ধ্যার পর ছাড়পত্র দিয়েছেন। তবে ডাক্তাররা তাকে কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। ইউনাইটেড হাসপাতাল ত্যাগ করে মেয়র আরিফুল হক চৌধুরী ঢাকার বারিধারা এলাকায় তার এক আত্মীয়ের বাসায় উঠেছেন। সেখানে কিছু দিন অবস্থান করে আগামী সপ্তাহে সিলেট ফিরবেন বলে তার পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল রাত পৌনে ৮টায় মেয়র আরিফুল হক চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালের ভর্তি হন। পরবর্তীতে রাত সোয়া ২টায় মেয়রের দ্বিতীয়বার হার্ট এ্যাটাক হওয়ার তাঁর জীবন সংকটাপন্ন হয়ে পড়ে। পরবর্তীতে বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে ২৬ এপ্রিল ভোরে তাকে ঢাকার ইউনাটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এনজিওগ্রাম করার পর তার হার্টে একটি ব্লক ধরা পড়ে এবং ঐদিনই তার হার্টে স্টেইনইং করানো হয়।
হাসপাতাল ছেড়েছেন সিলেট সিটি মেয়র॥বিশ্রামে থাকার পরামর্শ
Friday, May 2, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment