আমাদের সিলেট ডটকম: সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে ঘুষ গ্রহনকালে হিসাব সহকারী মিলন দেবনাথকে হাতে নাতে আটক করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় শিক্ষা অফিসে ১৫হাজার টাকা ঘুষ গ্রহণকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আকতার হোসেনের নেতৃত্বাধীন একটি বিশেষ টিম তাকে আটক করেন। এঘটনায় দুপুরে ২টায় উপ-সহকারী পরিচালক রনজিত কুমার কর্মকার বাদী হয়ে বিশ্বম্ভরপুর থানায় একটি মামলা দায়ের করেন। জানা গেছে, স্থানীয় শিক্ষা বিভাগে কর্মরত জনৈক জহির হোসেনের বেতন ও মহার্ঘ্য ভাতার বকেয়া বিল করে দেয়ার জন্য ঘুষ দাবী করেন হিসাব সহকারী মিলন দেবনাথ। বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল-মাহমুদ এবিষয়টি নিশ্চিত করেছেন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment