আমাদের সিলেট ডটকম:
সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়ন পরিষদের মেম্বার বাবুল মিয়াকে তুলে নিয়ে গেছে অজ্ঞাত পরিচয় লোকজন। সাদা পোষাকের উপর ডিবি পুলিশের জ্যাকেট পরিহিত ৮/৯ জন লোক আজ বিকেলে তাকে তুলে নিয়ে যায়। তবে, আটক হওয়ার ৩ ঘণ্টা পরও বাবুল মেম্বারের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানায়, আজ বেলা ২টার দিকে বাবুল মেম্বারের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাসায় আকস্মিকভাবে অভিযান চালায় ডিবি পুলিশ পরিচয়ের লোকজন। এ সময় বাবুল মেম্বার মধ্যাহ্নের খাবারের প্রস্তুতি নিচ্ছিলেন। আগন্তুকরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাবুল মেম্বারকে তাদের সাথে যেতে বলে। এরপর এক পর্যায়ে জোর করেই বাবুল মেম্বারকে নিজেদের মোটর সাইকেলে তুলে নিয়ে দ্রুত চলে যায় আগন্তুকরা।
বাবুল মেম্বারের পরিবারের লোকজন জানান, আগন্তুক লোকজনের পরণে সাদা পোষাক ছিল এবং এর উপরে ইংরেজীতে ‘ডিবি’ লেখা আকাশী রঙয়ের হাত কাটা জ্যাকেট পরিহিত ছিল। বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর কোন সূত্রই বাবুল মেম্বারকে আটকের কথা স্বীকার করেনি।
No comments:
Post a Comment